এই সময়ের জনপ্রিয় তরুণ নাট্য নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ব্যাতিক্রম ধর্মী গল্প আর নির্মাণে দর্শক মহলে পেয়েছেন প্রচুর প্রশংসা। চতুর্থ বারের মত ” ক্লোজ আপ কাছে আসার গল্প ” প্রজেক্টের নাটক নির্মাণ করছেন এই নির্মাতা। ফিরে দেখা বিগত বছরের তার নির্মাণ করা কাজগুলো। ২০১৬ সালে শিহাব আর রাশাদের নির্বাচিত গল্পে নির্মাণ করেছিলেন শত ডানার প্রজাপতি। নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ফারহান আহমেদ জোভান এবং সাবিলা নূর। এছাড়াও অভিনয় করেছিলেন মিশু সাব্বির, সিয়াম নাসির, শোয়েব মনির সহ আরো অনেকে।
২০১৭ সালে মনসুর আহমেদের নির্বাচিত গল্পে নির্মাণ করেন তোমার পিছু পিছু। নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তাহসান খান এবং বিদ্যা সিনহা মীম। এছাড়াও অভিনয় করেছিলেন সিয়াম নাসির, আনন্দ খালেদ সহ আরো অনেকে। ২০১৮ সালে মো: খায়রুল হাসানের নির্বাচিত গল্পে নির্মাণ করেন আমি তোমার গল্প হবো। নাটকটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তৌসিফ মাহবুব এবং মুমতাহিনা টয়া। এছাড়াও অভিনয় করেছিলেন মুশফিক ফারহান,সিয়াম নাসির,আনন্দ খালেদ,পারসা ইভানা,রত্না খান,রকি খান সহ আরো অনেকে।
২০১৯ সালে রহিমা হোসেন বিউটির নির্বাচিত গল্পে নির্মাণ করেছেন যে যেখানে দাঁড়িয়ে। নাটকটিতে দর্শকেরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন মনোজ কুমার প্রামাণিক এবং সারওয়াত আজাদ বৃষ্টিকে। এছাড়াও গোলাম রাব্বানী মিন্টু, সিয়াম নাসির সহ আরো অনেককে দেখা যাবে অভিনয়ে। প্রতিবারই আলোকচিত্রী হিসেবে ছিলেন আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরির অফিসিয়াল ফটোগ্রাফার অপূর্ব অভি।
প্রতিবারই ক্লোজ আপ কাছে আসার গল্পে নতুন নতুন গান পায় দর্শকেরা। কিন্তু এবার একটু ব্যাতিক্রম প্রয়াত সংগীত তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে এলআরবির একটি গান ব্যবহৃত হবে নাটকটিতে। ফেরারি এই মনটা আমার এই গানটি ব্যবহৃত হয়েছে নাটকটিতে৷ ১৪ ই ফেব্রুয়ারি রাত ৮.৩০ মিনিটে একসঙ্গে ১২টি চ্যানেলে দেখা যাবে নাটকটি তারপর ক্লোজআপের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হবে নাটকটি৷
নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ জানান, বড় প্রজেক্ট কাজ করার অনূভুতি আলাদা আর টানা চার বারের মত নাটক নির্মাণ করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বানানো নাটকটিতে বহু কমা রয়েছে কিন্তু কোন দাঁড়ি নেই। বাকিটা জানতে হলে দেখতে হবে যে যেখানে দাড়িয়ে। এবারো ভালো কিছু হবে ইনশাআল্লাহ।
রিপোর্ট করেছেঃ গোলাম মোর্শেদ সীমান্ত