হাসান আল সাকিব
রংপুরের উদীয়মান, জনপ্রিয় তরুন কণ্ঠশিল্পী কাব্য এন জে বেশ কিছুদিন পর আবারো ফিরে আসছে তার নতুন মিউজিক ভিডিও নিয়ে। গত ভালবাসা দিবসে “তোকে চাই” গানটির একটি ডেমো ফাইল জিপি মিউজিক সহ বিভিন্ন জনপ্রিয় প্লাটফর্মে অনেক ভাল সারা পেয়েছিল। সেই গানটিই সময় নিয়ে চুড়ান্ত ভাবে ২ টি ভার্সনে (সিংগেল ও ডুয়েট) তৈরি করা হয়েছে। গানটির কথা ও সুর করেছেন এ কে শাওন। সংগীত সংযোজন করেছেন রাশেদ। সিংগেল ভার্সসনে কন্ঠ দিয়েছেন কাব্য এন জে। ডুয়েট ভার্সনে কন্ঠ দিয়েছেন কাব্য এন জে এবং রংপুরের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী নিশাত নীতি সরকার।
কণ্ঠশিল্পী কাব্য এন জে বলেছেন, “পড়াশুনা সহ বিভিন্ন ব্যক্তিগত ব্যস্ততায় কিছুদিন হয়তো কাজ বন্ধ রাখতে হয়েছিল। শ্রোতারের অনুরোধে আবারো কাজে ফিরতে বাধ্য হলাম। সময় নিয়ে কাজ করছি। আশা করি সবার ভাল সাড়া পাব। ধন্যবাদ সবাইকে আমায় কাজে অনুপ্রেরিত করার জন্য”।
“তোকে চাই” সিংগেল ভার্সনের মিউজিক ভিডিওটি সম্ভাব্য ৩১ই ডিসেম্বর রিলিজ হবার তথ্য রয়েছে। আশা করা যাচ্ছে মিউজিক ভিডিওটি ভাল সাড়া পাবে।
