শাকিলুর রহমান
গেল ঈদুল ফিতরে ঈগল মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছিল তরুণ সংগীত শিল্পী শাকিল আবসারের প্রথম একক গানে অ্যালবাম “ভালোবাসার আঁচড়”। নয়টি মৌলিক গান দিয়ে সাজানো এই অ্যালবামের মধ্যে জানে হৃদয়, খুলে দেখো জানালা ও অ্যালবামের টাইটেল ট্রাক ভালোবাসার আঁচড় গানগুলো শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রা:বি) বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাকিল আবসার। তাই পড়াশোনার ব্যাস্ততা থাকলেও প্রথম গানে অ্যালবামের সফলতা আর শ্রোতা প্রিয়তা পাওয়ার কারণে তিনি দ্বিতীয় অ্যালবাম তৈরী করার মনোভাব স্পষ্ট করেছেন বলে মুঠোফোন চ্যানেল আগামীকে জানান। তবে মজার বিষয় হচ্ছে দ্বিতীয় অ্যালবামের ব্যাপারে বিস্তারিত মুঠোফোনে চ্যানেল আগামী জানতে চাইলে তিনি বলে, আমি খুব বেশি কিছু বলব না। এসব এখন সারপ্রাইজ হয়ে থাক আর দ্বিতীয় অ্যালবাম আমার প্রথম অ্যালবামকে ছাপিয়ে যাবে এটা নিশ্চিত হয়ে বলতে পারি। এবার আরও ভাল গান শ্রোতাদের উপহার দিতে চাই।