ঢাকাই চলচ্চিত্রের এ সময়ের নবাগত চিত্রনায়িকা রাকা বিশ্বাস। তিনি ৫ মার্চ সকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দিন। তিনি আর মিডিয়াতে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নেয়। পরে কিন্তু দর্শকদের সমর্থন সূচক মন্তব্যে কাজের প্রতি আত্ববিশ্বাস ফিরে পেয়েছেন রাকা বিশ্বাস। তার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং তিনি মিডিয়াতে কাজ করবেন।
স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো- আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার বন্ধু এবং আমার ভক্ত, সবার কাছে জানতে চাই আমার এই মিডিয়াতে কাজ না করার বিষয় আমি আপনাদের ওপর ছেড়ে দিলাম। আপনারা আমাকে বলেন, এখন আমি কি করবো? আপনাদের সমর্থন বেশী থাকলে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করবো। আর যদি না থাকে তাহলে আমি আমার সিদ্ধান্তে অটল থাকবো। কারণ আমি কাজ করি শুধু আমার দর্শকদের জন্য। এখন আপনারায় সিদ্ধান্ত নেন এবং মতামত আমাকে জানান দয়া করে। যেহেতু আমি আমার সব থেকে প্রিয় এবং কাছের আপনজন। আমার বাবাকে হারিয়েছি, এখন আপনারায় আমার আপনজন, কাছের মানুষ, অভিভাবক। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
এই প্রসঙ্গে রাকা বিশ্বাস মুঠোফোনে বলেন, ‘দর্শকদের ভালোবাসা ও সমর্থন পেয়ে আবারও কাজ শুরু করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন! দর্শকদের সমর্থন সূচক মন্তব্যে কাজের প্রতি আত্ববিশ্বাস ফিরে পেয়েছি। অামার মিডিয়াতে কাজ বন্ধ করার স্ট্যাটাস দেওয়ার পর দর্শকদের মতামতে বুঝলাম তারা আমাকে অনেক ভালোবাসে। তাই আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। শুভাকাঙ্খীরা কমেন্টস পড়ে আমি মুগ্ধ হয়েছি।
এদিকে, ২৮ ডিসেম্বর ডেডলাইন ইন্টারটেইনমেন্টর ইউটিউবে চ্যানেলে প্রকাশ করা হয় রাকা বিশ্বাসের ‘মাহিয়া’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। এরইমধ্যে ইউটিউব মাতাচ্ছে মিউজিক ভিডিওটি। প্রকাশের কিছু দিনের মধ্যে মিউজিক ভিডিওটি সাড়ে ৬ লাখের বেশি বার দেখা হয়েছে।
রাকা বিশ্বাসের ‘প্রেমের কেন ফাঁসি’ ছবিটি মু্ক্তি অপেক্ষায় রয়েছে। এই ছবিতে রাকার সঙ্গে জুটি বেধেঁ অভিনয় করেছেন চিত্রনায়ক সাইফ খান। ছবিটা পরিচালনা করেছেন আবু সুফিয়ান।