‘টার্মিনেটর’ তারকা আর্নোল্ড শোয়ার্জনেগার শুধু পর্দায় নয়, বাস্তবেও দুর্দান্ত সাহসী এক নায়ক।জীবনভর ভয়াবহ সব দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন এবং সেসব সাহসের সঙ্গেই মোকাবিলা করেছেন।বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে হার্ট সার্জারি করিয়েছিলেন। সার্জারি শেষে জ্ঞান ফেরার পর নিজের সিনেমার সংলাপই আওড়ালেন। তা কী ছিল সেই সংলাপ? হাসপাতালের বিছানায় জ্ঞান ফেরার ৭০ বছর বয়সী শোয়ার্জনেগারের প্রথম কথা ছিল ‘আই এম ব্যাক’ (আমি ফিরে এসেছি)।
অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নরের মুখপাত্র ডেনিয়েল কিচেল শনিবার এসব তথ্য দিয়েছেন। তিনি আরও জানান, শোয়ার্জনেগার ডাক্তারদের ওপর খুব বিরক্ত। কারণ তারা শোয়ার্জনেগারের ধূমপান করতে দিচ্ছে না। এজন্য বার কয়েক প্রকাশ্যেই অভিযোগ করেছেন হলিউডের জনপ্রিয় এ অভিনেতা! সূত্র: এবিসি