শাকিলুর রহমান
এ জেড এম জাহাঙ্গীর কবির’র প্রযোজনায় ও পরিচালনায় রাহুল রওশন জয়া মিডিয়া প্রোডাকশন হাউজ থেকে নির্মাণ করছে ‘জান’রে’ সিনেমাটি। সিনেমাটির মাধ্যমে জুটি বেঁধে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক শিপন মিত্র ও নিঝুম রুবিনা। ‘জান রে’ সিনেমাতে আরো অভিনয় করছেন ছাদেক বাচ্চু, রেবেকা, রেহেনা জলি, জ্যাকী আলমগীর সহ আরও অনেকে। নির্মাতা রাহুল রওশন চ্যানেল আগামীকে বলেন, ২০১৬ সালের শেষ দিকে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করি এখন প্রায় ৮০% কাজ শেষ। সিনেমার গল্পটি অনেক সুন্দর। সিনেমাটি পাচঁটি গান থাকবে। ঈদূল আযাহাতে সিনেমাটি মুক্তি দেওয়ার চেষ্টা করছি।
‘জান রে’ সিনেমা সম্পর্কে শিপন মিত্র চ্যানেল আগামীকে বলেন, জয়া মিডিয়া থেকে সিনেমাটি হচ্ছে। আমরা দ্বিতীয় অংশের কাজ করছি। গান ছাড়া সব দৃশ্য ধারণ প্রায় শেষ। রাহুল রওশন ভাইয়ের প্রথম সিনেমা ‘জান রে’ তার প্রথম সিনেমা হিরো আমি। রাহুল রওশন ভাইয়ে কথা কি বলব আসলে ভাষাই বলে প্রকাশ করা যাবে না। আমরা সবাই পরিবারে মতো কাজ করছি। আশা করি দর্শকরা ভালো একটি সিনেমা পাবে। সিনেমায় আমার নাম রবি। গ্রাম থেকে শহরে আসা শিক্ষিত একটি ছেলে সে শহরে আসে ভালো একটি চাকুরির জন্য। সে পেট চালানোর জন্য একটি কম্পিউটার এর দোকানে কাজ করে। ‘জান রে’ সিনেমা সর্ম্পকে জানতে চাইলে নায়িকা নিঝুম রুবিনা চ্যানেল আগামীকে বলেন, সিনেমাটি একটি মৌলিক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে। এখন কার দর্শক যেমন সিনেমা দেখতে চাই তেমনই একটি গল্প নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছে । সব মিলিয়ে বলতে পারি সিনেমার গল্পটি অনেক সুন্দর ও ভালো।
‘জান’রে’ সিনেমাতে নিঝুম রুবিনার চরিত্র সর্ম্পকে জানতে চাইলে চ্যানেল আগামীকে বলেন, আমি কলেজ পড়ুয়া একটা মেয়ে ও সহজ সরল সাধারণ ভাবে চলা ফেরা করতাম আর আমি আমার মামার বাসাই থেকে পড়াশনা করতাম । তারপর আমি কলেজ এ যেতাম বাসে করে তখন বাসে আমার হিরোর সাথে দেখা। আর তখন থেকে গল্প গল্পর মতো চলতে থাকে। তিনি আরো বলেন, অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে অনেক দূর এগিয়ে নিয়ে চাই । এর জন্য প্রয়োজন দর্শকের ভালোবাসা ও আর্শীবাদ। ভবিষ্যৎ নিত্য নতুন ও রুচিশীল গল্পের সিনেমাতে অভিনয় করতে চায় এবং দর্শকদের মন জয় করে অনেক দূর এগিয়ে যেতে চায়। ‘জান’রে’ এমন একটি সিনেমা পরিবারের সবাইকে নিয়ে বড় পর্দা গিয়ে দেখতে পারবেন বলে আমি আশা করি।