গত ৭ জানুয়ারি প্রকাশ পেলো শিরোনামহীনের নতুন গান বোহেমিয়ান। শেখ ইশতিয়াককে নিয়ে নতুন লাইনআপে এটি তাদের দ্বিতীয় গান। গতমাসে জাদুকর হিট হওয়ার পর যথারীতি বোহেমিয়ানও হিট। একদিনেই ইউটিউবে সত্তুর হাজার ভিউ ছাড়িয়ে গেছে। যা বাংলাদেশি ব্যান্ড ইতিহাসে খুব কম দেখা গেছে।
গানটি লিখেছেন বেজিস্ট জিয়াউর রহমান। সুর করেছেন ড্রামার কাজী শাফিন আহমেদ। মিউজিক ভিডিও নির্মাণে ছিলেন আশরাফ শিশির।
জাদুকর ও বোহেমিয়ান পর পর দুটি গানই তুমুল হিট। অথচ কে বলবে মাস তিনেক আগে ভোকাল তানজীর তুহিন ব্যান্ড ত্যাগ করলে তুমুল সমালোচনার মধ্য দিয়ে যেতে হয়েছিল! খুব দ্রুত ধকল কাটিয়ে উঠে নতুন ভোকাল নিয়ে দিব্যি আপন গতিতে এগিয়ে চলেছে । পারফেক্ট ব্যান্ড বুঝি শিরোনামহীনকেই বলে!
-জাকারিয়া খান