ঢালিউডের আলোচিত অভিনেত্রী ইয়ামিন হক ববি বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার সিডনি শহরে। পেশাগত ব্যস্ততা থেকে কিছুদিনের ছুটি নিয়ে তিনি সময় কাটাচ্ছেন পরিবারের সঙ্গে এবং ঘুরে বেড়াচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্যঘেরা নানা স্থানে।
সম্প্রতি সিডনির সমুদ্রসৈকতে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছুটির মুহূর্তে তোলা এসব ছবিতে তাকে দেখা গেছে খোলা চুল ও স্বাভাবিক সাজে। তার উপস্থিতি সামাজিক মাধ্যমে অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
অভিনয়ের পাশাপাশি ববির পরিচিতি রয়েছে ব্যক্তিগত ফিটনেস সচেতনতা এবং স্টাইল সেন্সের জন্য। সামাজিক মাধ্যমে তার অনুসারীদের অনেকেই তাকে স্বাস্থ্য সচেতনতা, রূপচর্চা ও শরীরচর্চা সংক্রান্ত পরামর্শ দিতে বলেন। জানা গেছে, তিনি নিয়মিত জিম করেন, পানি পান এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করেন।
দীর্ঘ ক্যারিয়ারে বড় পর্দায় ববির তেমন বাণিজ্যিক সফলতা না থাকলেও, আলোচনায় থাকা থেকে পিছিয়ে থাকেননি। ইন্ডাস্ট্রিতে তার বিভিন্ন মন্তব্য এবং ব্যক্তিগত জীবনের খোলামেলা অবস্থান বহুবার তাকে খবরের শিরোনামে এনেছে।
উল্লেখযোগ্যভাবে, গত বছর মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমায় তাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে। বর্তমানে তার কোনো নতুন চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় না থাকলেও, তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন।