রাহাত হাসান রাতুল
আত্নহত্যা দিয়েই নিজের জীবনের ইতি টেনে দিয়ে বিদায় নিলেন “লিংকিন পার্ক’ এর এই তারকা।
সংগৃহিত তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯ টার আগেই তার ব্যক্তিগত বাসভবন থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত দেহ।
তার দুই স্ত্রী ও ৬ সন্তান ছিল। জানা যায়, দীর্ঘ দিন ধরে এলকোহল ও নেশা জাতীয় দ্রব্যে জড়িত ছিলেন। ব্যান্ডের অন্য এক সদস্য ক্রিস করনিল এর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, সেও আত্নহত্যা করেছিল। আজ তার ৫৩ তম জন্মদিন। চেসটার তার বন্ধুর জন্যে চিঠিও লিখে রেখে গেছেন। ধারনা করা হচ্ছে বন্ধুর মৃত্যু কিছুটা প্রভাব ফেলেছে তার মৃত্যুতে
তার বয়স ছিলো মাত্র ৪১ বছর। সুইসাইডের কোনো কারন এখনো জানা যায়নি!