কী ভাবছেন? ছবির রেটিং দিচ্ছি? না। ট্রেইলারের ভিউয়ের কথা বলছি। মার্ভেলের নতুন ছবি অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার যার ট্রেইলারই মুক্তি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে ইউটিউবে দেখা হয় ২৩ কোটি বার।যা রীতিমত একটি রেকর্ড।
২০০৮ সাল থেকেই এই সোনার হরিনের জন্য দর্শকদের অপেক্ষা যখন আইরন ম্যান ছবিটি মুক্তি পেয়েছিল। ৯ বছর পর ১৮ টি ছবির পর দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী বছর আসছে অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার সিনেমাটি।
২৯ নভেম্বর মুক্তি পায় ছবির ট্রেইলার টি। মুক্তির পরই ছবির পিপাসা যেন খানিকটা ট্রেইলার দিয়েই মিটিয়ে নিলেন দর্শকরা। সর্বশেষ শনিবার, ট্রেইলার মুক্তির তৃতীয় দিন পর্যন্ত ৬৮ কোটি বার দেখা হয়েছে।
-রাহাত হাসান রাতুল