Sunday, April 27, 2025
28 C
Dhaka

কয়েদি নম্বর ১০৬! হরিণ মেরে জেলে সালমান

হরিণ মেরে ‘টাইগার’ এখন জেলবন্দি। জোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ‘কয়েদি নম্বর ১০৬’।

৫ বছরের কারাদণ্ড। সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা। দু’দশক আগে রাজস্থানে শুটিং করতে এসে দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে সলমন খানকে আজ এই সাজা শোনালেন জোধপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। কিন্তু একই মামলায় অভিযুক্ত বলিউডের অন্য চার তারকা, সইফ আলি খান, তব্বু, সোনালি বেন্দ্রে এবং নীলম কোঠারি রেহাই পেলেন প্রমাণের অভাবে।

বন্যপ্রাণ (সংরক্ষণ) আইনে দোষী সাব্যস্ত হওয়ায় সর্বোচ্চ ৬ বছরের সাজা হত সলমনের। তার মধ্যে মাত্র একটা বছরই তাঁকে রেয়াত করল আদালত। আজ রায় ঘোষণা করতে গিয়ে ম্যাজিস্ট্রেট দেবকুমার ক্ষত্রী বলেছেন, প্রায়ই আইন ভাঙেন সলমন। তাঁর মন্তব্য, ‘‘এমনিতেই চোরাশিকারের বাড়বাড়ন্ত। এখানে অভিযুক্ত একজন চিত্রতারকা। তিনি অন্যদের কাছে দৃষ্টান্ত। লোকে তাঁকে অনুকরণ করে। সেই তিনিই নিরীহ হরিণগুলোকে মেরেছেন।’’

আদালত থেকেই সরাসরি জেলে নিয়ে যাওয়া হয় সলমনকে। ডাক্তারি পরীক্ষা হয় সেখানেই। সলমনের আইনজীবী আনন্দ দেশাই জানান, পর দিন সকাল সাড়ে ১০টায় দায়রা আদালতে সাজা স্থগিতের আর্জি পেশ করা হবে। স্পষ্ট হয়ে যায় তখনই, আজকের রাতটা জেলেই থাকতে হবে নায়ককে।

জেল কর্তৃপক্ষ জানিয়েছেন, কোনও বিশেষ সুবিধা পাবেন না ‘বন্দি’ সলমন। থাকতে হবে সাধারণ অপরাধীর মতোই। জোধপুর কেন্দ্রীয় সংশোধনাগারেই এখন রয়েছে ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরু আসারাম বাপু। তার সঙ্গে একই ওয়ার্ডে রয়েছেন সলমন। দু’নম্বর ব্যারাকের দু’নম্বর সেলে রাখা হয়েছে তাঁকে। এই জেলে অবশ্য এর আগে তিন দফায় ১৮ দিন কাটিয়েছেন সলমন। যথাক্রমে ১৯৯৮, ২০০৬ এবং ২০০৭ সালে। সব ক’টি মামলাই হরিণ চোরাশিকারের

১৯৯৮ সালে জোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের ফাঁকে ১ অক্টোবর মাঝরাতে সইফ, তব্বু, সোনালি ও নীলমের সঙ্গে একটি মারুতি জিপসিতে বেরিয়েছিলেন সলমন। অভিযোগ, সেই সময়েই জোধপুরের কাছে বিশ্নোই সম্প্রদায়ের কঙ্কনি গ্রামে নিজের রাইফেল থেকে গুলি করে দু’টি কৃষ্ণসার হরিণ মারেন তিনি। কৃষ্ণসার বিপন্ন প্রাণী। বিশ্নোইরা কৃষ্ণসারের রক্ষক হিসেবে মনে করেন নিজেদের। সলমনের জিপসির নম্বর পুলিশকে দিয়েছিলেন তাঁরা। বন্যপ্রাণ আইনে ২০ বছর ধরে মামলা তাঁরাই চালিয়েছেন। প্রায় একই সময়ে রাজস্থানে চিঙ্কারা হরিণ শিকারেরও অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। আছে মুম্বইয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চাপা দিয়ে এক ফুটপাথবাসীর মৃত্যু ঘটানোর অভিযোগও। সেই দু’টি মামলা এখন সুপ্রিম কোর্টে।

কালো শার্ট, কালো সানগ্লাস, কঠিন মুখ। সলমন আজ আদালতে এসেছিলেন দুই বোন অলবীরা এবং অর্পিতাকে নিয়ে। সকাল সাড়ে ১১টা নাগাদ ম্যাজিস্ট্রেট ঘোষণা করেন, সলমনকে দোষী সাব্যস্ত করছেন তিনি। সূত্রের খবর, রায় শুনে সানগ্লাস খুলে ফেলেন সলমন। চোখ মুছে আবার সেটা পরে নেন। পিঠে হাত রাখেন বোনেরা। সলমন একটা ট্যাবলেট খান। শোনা যাচ্ছে, ওটা ছিল অবসাদ কাটানোর ওষুধ।

শুরু হয় সাজা ঘোষণার অপেক্ষা। সইফ-সহ রেহাই পাওয়া চার তারকাই তত ক্ষণে আদালত ছেড়েছেন। সলমনের পাশে শুধু দুই বোন এবং দেহরক্ষী শেরা। সাড়ে ১২টা নাগাদ টিভি চ্যানেলের একাংশ বলতে শুরু করে, সলমনের মাত্র ২ বছরের জেল হয়েছে! ৩ বছরের কম মেয়াদের সাজা হওয়ায় এই আদালত থেকেই জামিন পাবেন তিনি। ভক্তরা উৎসবের তোড়জোড় করছিলেন, এমন সময়ে ফের ঘোষণা— খবরটা ভুল! পরের ঘণ্টা দেড়েক রুদ্ধশ্বাস টেনশন। দুপুর ২টো ১০ নাগাদ আবার ‘ব্রেকিং নিউজ’।
এ বার পাকা খবর, ৫ বছরের জেল।

সাজা ঘোষণা হতেই আদালতে ফুঁপিয়ে কেঁদে ওঠেন অর্পিতা। জড়িয়ে ধরেন দাদাকে। কেঁদে ফেলেন অলবীরাও। পুলিশ অফিসারেরা সলমনের বোনেদের বলেন, ‘‘আপনারা এ বার দূরে গিয়ে বসুন।’’ সলমনকে জেলে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ। সাজানো হয় পুলিশের গাড়ির কনভয়। বেশ খানিক ক্ষণ পরে সাদা পর্দা-ঘেরা একটা বোলেরোয় তোলা হয় সলমনকে। আদালতের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তার সর্বশেষ ব্যারিকেডের ধারে বিশ্নোইরা তখন হাতে হাতে বিলোচ্ছেন গুড়ের টুকরো। ওটাই মিষ্টিমুখ।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বাংলাদেশের প্রেক্ষাপটে আরপিএল: সম্ভাবনা ও গুরুত্ব

আরপিএল বর্তমান বিশ্বে দক্ষ মানবসম্পদ গঠনের জন্য প্রথাগত শিক্ষার পাশাপাশি...

কালীগঞ্জে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী ‘নরুন সরকারি উচ্চ বিদ্যালয়ে’ শিক্ষার মানোন্নয়নের...

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন শফিক রেহমান

দৈনিক যায়যায়দিনের ডিক্লারেশন ফিরে পেলেন বর্ষিয়ান সাংবাদিক শফিক রেহমান।...

বিয়ের কাজ সারলেন তালাত মাহমুদ রাফি

বিয়ে করেছেন সমন্বয়ক তালাত মাহমুদ রাফি। সোমবার (১৭ মার্চ)...

যুদ্ধ বন্ধে পুতিনের সাথে কথা বলবে ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামীকাল মঙ্গলবার রুশ...

সিআইডি প্রধান হলেন গাজী জসীম

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন...

দেশের মাটিতে পা রাখলেন হামজা চৌধুরী

অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশের মাটিতে পা রাখলেন...

পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক

পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img