মাবরুর রশীদ বান্নাহ তিনি তার একের পর এক নাটক নির্মাণ করে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। ২০১৮ সালে প্রযোজক হিসেবেও যাত্রা শুরু করেন এই তরুণ নির্মাতা। এবার তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করলেন ক্যাম্প ফায়ার শো এর ডিরেকশন দিয়ে। ক্যাম্প ফায়ার শো টি নিউজ টুয়েন্টি ফোর চ্যানেলে প্রতি শুক্রবার রাত ১১টায় প্রচারিত হয়। প্রতি পর্বেই অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় মিডিয়ার সাথে যুক্ত ব্যক্তিবর্গদের।
আফরান নিশো সবার কাছে অভিনেতা হিসেবেই পরিচিত কিন্তু ক্যাম্প ফায়ার শো তে তাকে প্রথমবারের মত উপস্থাপক হিসেবে দেখা যাচ্ছে। অনুষ্ঠানটির মূল পরিকল্পনা করেছেন হাসনাইন খুরশেদ। ক্যাম্প ফায়ার শো টার শুটিং করা হয় বসুন্ধরা রেসিডেনশিয়াল এলাকায়। ক্যাম্প ফায়ার শো টি মূলত ইয়ুথদের নিয়ে একটা টকশো। যেখানে নানান বিষয়ে পজিটিভ কথাবার্তা বলা হয়।
মাবরুর রশীদ বান্নাহ বলেন, “সমাজে ইয়ুথেরা সবসময় প্রথমে নেগেটিভ চিন্তাভাবনা করে থাকে, আমি এই শোর মাধ্যমে ইয়ুথদের মাঝে একটা বার্তা দিতে চেয়েছি যে সবকিছু পজিটিভ ভাবে দেখার চেষ্টা করুন।”
এই শো টার প্রথম সিজনে ১২টা পর্ব হবে বলে জানিয়েছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।
রিপোর্ট করেছেনঃ গোলাম মোর্শেদ সীমান্ত
ছবি তুলেছেনঃ অপূর্ব অভি