ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে ঘিরে নির্মিতব্য একটি নতুন সিনেমা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ছবির সম্ভাব্য নাম হিসেবে ‘কালা জাহাঙ্গীর’ উঠে আসায় অনেকেই ধারণা করেন, এটি বাস্তব জীবনের আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে।
তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা মুখ খুলেছেন। বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানিয়েছেন, সিনেমাটি কোনো ব্যক্তির জীবনী অবলম্বনে নয়, এটি একটি সম্পূর্ণ মৌলিক গল্প।
বিবৃতিতে তারা বলেন, “মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, তা নিয়ে কিছু ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এটি কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর। বিষয়টি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। আমাদের প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ কিংবা পরিচালকের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য কোথাও দেওয়া হয়নি।”
সিনেমার কনসেপ্ট সম্পর্কে তারা জানান:
“এটি ৯০ দশকের ঢাকা শহরের প্রেক্ষাপটে তৈরি একটি লার্জার দ্যান লাইফ স্কেলের চলচ্চিত্র, যেখানে অ্যাকশন, ক্রাইম, রোমান্স, ইমোশন ও পারিবারিক ড্রামা—সবকিছুর সংমিশ্রণ থাকবে। গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শকদের জন্যই উপভোগ্য একটি সিনেমা নির্মাণের লক্ষ্যে আমরা কাজ করছি।”
পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, ইতোমধ্যে সিনেমার প্রি-প্রোডাকশন পর্ব পুরোদমে চলছে এবং দেশ ও দেশের বাইরে একাধিক টিম প্রস্তুতিতে কাজ করছে। তিনি আরও বলেন, “শাকিব খান ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন, তবে এখনো সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আগামী আগস্ট মাসে নামসহ আরও কিছু চমক উন্মোচন করা হবে।”
চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন, যেখানে কাহিনী রচনাতেও ছিলেন মেজবাহ উদ্দিন সুমন। এখনো সিনেমার অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নাম চূড়ান্ত হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।
সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে। এর আগেই কাস্টিং ও অন্যান্য বিস্তারিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।