হাসান ইনাম
জাতীয় শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরব ইউটিউবে রিলিজ দিয়েছে নতুন একটি ইসলামী সঙ্গীত। শিশু-কিশোরদের নামাজের প্রতি উৎসাহ প্রদান করার জন্য সঙ্গীতটি অনন্য ভূমিকা রাখবে বলে অনেকে ধারণা করছেন। চমৎকার লিরিক্সের সাথে অসাধারণ ভিডিও চিত্রে সঙ্গীতটি হয়ে উঠেছে অনবদ্য। আহমাদ আব্দুল্লার কথা ও সুর এবং কন্ঠ দিয়েছে শিশুশিল্পী অাহনাফ খালিদ, জিহাদ, সাকিব, জাহিদ ও সব্বির। মিউজিক ডিরেকশন দিয়েছেন মুহাম্মাদ বদরুজ্জামান। ভিডিও ডিরেকশনে ছিলেন ফরহাদ আহমেদ।
সঙ্গীত বোদ্ধারা মনে করছেন, কলরবের এই সঙ্গীতটিও পূর্বের সঙ্গীতগুলোর মতো শ্রোতাদের মনে স্থান করে নিবে এবং খুব অল্পদিনেই বাজিমাত করবে।
ইউ-টিউভ লিংকঃ https://www.youtube.com/watch?v=ifqkvusTreo&feature=youtu.be