শাকিলুর রহমান
প্রথমবারের মত কলকাতার ছবিতে অভিনয় করলেন বাংলাদেশ অভিনেতা রাশেদ প্রহর। সিনেমাটির নাম “বারোমাস্যা”। এই ছবিতে রাশেদ প্রহরের বিপরীত অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সঞ্চারী চট্রোপাধ্যায়। এক ডজন গল্প নিয়ে এই সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা জয়ভট্রাচার্য। সিনেমাটি বাংলা এবং হিন্দি দুই ভাষাতে নির্মান করা হবে। জানা যায়, এই সিনেমাতে ১২ টি গল্পের মধ্যে একটা লিংক আছে। ১১ টি আলাদা গল্প একসূত্রে বাঁধা পড়েছে ছবির শেষে বললেল সিনেমার পরিচালক। ৪০ টি চরিত্র আছে এই সসিনেমাতে। এই ছবিতে অভিনয় করেছেন- সৌমিত্রচট্টোপাধ্যায়, ইন্দ্রানীহালদার, খরাজমুখোপাধ্যায়, রাহুল, দেবলীনা, ঋতুপর্ণা, রাশেদ প্রহর, সেন্ঞ্চরিচট্রোপাধ্যায়, দেবশ্রীরায়, সহ আরো অনেকে ।
এ বিষয়ে রাশেদ প্রহর বলেন, ’রুচিশীল গল্পের সিনেমাতে অভিনয় করে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে চাই। আর ভালো কাজের মধ্যদিয়ে দেশের প্রথম শ্রেণীর অভিনেতা হতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।’ উল্লেখ্য, ২০১৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ” ৭১ এর গেরিলা ” তে অভিনয়ের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় রাশেদ প্রহরের। এরপর আরো বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করলেও সেগুলো মুক্তির অপেক্ষায় আছে। রাশেদ প্রহর ভবিষ্যতে নিত্যনতুন ও রুচিশীল গল্পের ছবিতে অভিনয় করতে চান এবং দর্শকদের হৃদয়জয় করে অনেক দূর এগিয়ে যেতে চান । শুধু ভাল কাজের মধ্যদিয়ে দেশের গুনী ও জনপ্রিয় একজন অভিনেতা হতে চান।