তাহ্সিন সিরাত
স্কুল পড়ুয়া দুইজন।হঠাৎ দুইজনের চোখাচোখি। মুখে কোনো কথা নেই ইশারাতেই যেন বুঝে যাচ্ছে একজন অন্যজনের কথা।ভুরু নাচিয়ে বিভিন্ন ইশারা। তারপর মিষ্টি এক হাসি।আর সেই হাসিতেই ঝড়। হ্যাঁ, ১৫ সেকেন্ড সেই ভিডিওটির কথাই বলছি। যে ভিডিওটি কয়েক ঘন্টার মধ্যেই ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের ফেসবুক ওয়ালেই এখন দেখা যাচ্ছে এই ভিডিওটি। প্রশ্ন হল কে এই তরুণী? কোথা থেকেই বা আসল এই ভিডিও?
এই ভিডিওটি মুলত একটি দক্ষিণী সিনেমার গানের অংশ।’ওরু আদার লাভ’ নামের এই সিনেমার ‘মাণিক্য মালারায়া পুভি’ গানটার একটি অংশ হল ১৫ সেকেন্ডের এই ভিডিওটি। আর সেই সুন্দরী মেয়েটির নাম ‘প্রিয়া প্রকাশ ওয়ারিয়র’। কেরালার ত্রিশূরে থাকে এই প্রিয়া।
‘ওরু আদার লাভ’ প্রিয়ার প্রথম সিনেমা। আর তাতেই সে সবার ফেসবুক ওয়ালে চলে এসেছে। এক কথায় রাতারাতি তারকা। শুধু প্রিয়াই নয়,গানটিও ভাইরাল হয়েছে অনেক। গানটি প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ের তালিকায় উঠে এসেছে ১৭ নম্বরে।