হাসান আল সাকিব,বিশেষ প্রতিবেদক
রংপুরের তরুন কন্ঠশিল্পী কাব্য এনজের ‘বৈশাখ এলোরে’ মিউজিক ভিডিও’র শুটিং শেষ। পহেলা বৈশাখের আগেই উন্মুক্ত হবে মিউজিক ভিডিওটি।
“বৈশাখ এলোরে” শিরোনামের গানটি “ওয়াই আর মিউজিক” লেভেল থেকে “বৈশাখি ঢোল” এলবামে মুক্তি পেয়েছে।
নিজের কথা ও সুরে গানটি নিজে গেয়েছেন কাব্য এনজে। “রঙীন পোডাকডশন” এর ব্যনারে, মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আতাউর রহমান আতিক। “বৈশাখ এলোরে” গানটিতে রংপুরের অসংখ্য তরুন-তরুনী অভিনয় করেছেন বলে প্রতিবেদক কে জানিয়েছেন কাব্য। মিউজিক ভিডিওটির সাথে সংশ্লিষ্ট সকলে আশাবাদী, গানটি এই বৈশাখে সকলের ভাল লাগবে।