বিনোদন জগতের বিতর্কিত চরিত্র ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি এক চুরি ঘটনায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন। তিনি দাবি করেছেন, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তার একটি দামি ব্যাগ চুরি হয়ে গেছে। এই খবর নিজেই উর্বশী গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
উর্বশী কয়েক দিন আগে মুম্বাই থেকে উইম্বলডনে গিয়েছিলেন। সেই সময় লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তার ব্যাগটি চুরি হয় বলে দাবি করেন তিনি। তিনি তার বিমানের টিকিটের ছবি এবং ব্যাগের ছবি শেয়ার করে দ্রুত সেই ব্যাগ ফিরিয়ে আনার জন্য বিমান সংস্থা ও বিমানবন্দরের কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।
ব্যাগটি ছিল একটি নামী ব্র্যান্ডের এবং বিশেষত্ব ছিল এর সঙ্গে জুড়ে থাকা চারটি লাবুবু পুতুল। উর্বশীর এই ব্যাগের নান্দনিকতা ও বিশেষতার কারণে সামাজিক মাধ্যমে বেশ আলোচনার বিষয় হয়েছিল। উর্বশী যেদিন উইম্বলডনে গিয়েছিলেন, তার সাদা রঙের ঘেরওয়ালা পোশাকের সঙ্গে বাদামি রঙের এই ব্যাগটি নজর কেড়েছিল। তবে লাবুবু পুতুলগুলো আসল না নকল তা নিয়েও বিতর্ক চলছিল।
উর্বশী এর আগে নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন ফোরামে বিতর্কিত বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন। চলতি বছরের শুরুতে তিনি ‘ডাকু মহারাজ’ সিনেমায় কাজ করেছেন এবং সেখানে প্রবীণ অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণনের সঙ্গে ‘দাবিড়ি দিবিড়ি’ গানে নাচ করে সমালোচনার মুখে পড়েছিলেন।
উল্লেখ্য, উর্বশী রাউতেলা ২০১৫ সালে মিস ডিভা-মিস ইউনিভার্স ইন্ডিয়া নির্বাচনে জয়লাভ করেন এবং সেই বছরই মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন।