ফিদা আল মুগনি
একটা শখের ইউটিউব চ্যানেল, আপলোড দেয়া হতো বন্ধুদের জন্মদিন নিয়ে বানানো উইশ বার্তা, বন্ধুদের নিয়ে বানানো মজার মজার ভিডিও আর সর্বশেষ এখানে যুক্ত হচ্ছে দৈনন্দিন জীবনের মজার কিছু গল্প নিয়ে অবসরে তৈরি কার্টুন এনিমেশন।
এই অসাধারণ মজার কার্টুন এনিমেশনের চ্যানেলটি তৈরি করেন অন্তিক মাহমুদ। বি.ইউ.পি তে সেকেন্ড সেমিস্টারে পড়ুয়া অন্তিক মাহমুদ হয়ত ডায়েরী লেখেন না, কিন্তু তার ইউটিউব চ্যানেলটিই যেন একটা ডায়েরী।
ছোট অন্তিক যখন জাপান থাকত, তখন থেকেই আঁকিবুকি করত খাতা থেকে দেয়ালে, দেয়ালে থেকে জামা-কাপড়ে। কিছুদিন পর বাংলাদেশে ফিরে আসে অন্তিক। স্কুলের ড্রয়িং ক্লাসের পাঠ্য আঁকার বাহিরেও আঁকাআঁকি চলতে লাগল ধুমসে। চাঁদপুর থাকার সময় নবম শ্রেণীতে পড়ার সময় অন্তিক শুরু করল কার্টুন আঁকা,

ক্যারিক্যাচার করা। কাগজে কলম কিংবা পেন্সিলে দুই তিন টানে ছবি এঁকে দিতে পারত অন্তিক। এসব থেকে একদিন রাতারাতি এনিমেশন তৈরি। এনিমেশন তৈরি করার চিন্তা কিভাবে মাথায় এলো জিজ্ঞেস করতেই অন্তিক বলেন, “ভিডিও এডিটিং স্কিল ছিল, ছিল কার্টুন আঁকার স্কিল। দুটোর কম্বিনেশনে নতুন কিছু করা যায় কি না ভাবছিলাম। হটাৎ চোখে পড়ল ইউটিউবে ডোমিক্স চ্যানেল(কার্টুন ভিডিও লগ চ্যানেল), এন্ড আই ওয়াজ লাইক, আই ক্যান ডু দ্যাট। হ্যাঁ আমিও পারব।” এভাবেই শুরু হয় কার্টুন ভিডিও লগ বাই অন্তিক মাহমুদ।

অন্তিক মাহমুদের এই বিচিত্র আইডিয়া ইতিমধ্যেই বেশ সাড়া পেয়েছে। কিআনন্দ নিয়ে বানানো কিছুদিন আগের ভিডিওটা শিশু-কিশোর ম্যাগাজিন কিশোর-আলোর পাঠকদের কাছে ইতিমধ্যেই সমাদৃত হয়েছে। অন্তিক মাহমুদের এই কার্টুন এনিমেশন গুলো নজর কেড়েছে দেশের বেশ কিছু বিখ্যাত কার্টুন,কমিক্স আঁকিয়েদেরও। কার্টুনিস্ট অন্তিক মাহমুদ বাংলাদেশের সেরা কার্টুন আঁকিয়ের দল ‘কার্টুন পিপলের’ একজন সক্রিয় মেম্বার। এখান থেকেও অন্তিক মাহমুদ অনেক কিছু পেয়েছেন, ফেসবুক গ্রুপ থেকে যুক্ত হবার পর স্কেচবুক স্যাটারডে, এরপর সবার নজর কাড়া। কার্টুনিস্ট অন্তিক মাহমুদ চান তার কার্টুনকে ছড়িয়ে দিতে, চ্যানেলকে এগিয়ে নিয়েও যাওয়া। এরই সাথে নতুন যারা এনিমেশন কিংবা কার্টুন আঁকা শুরু করতে চায় তাদের রোল মডেল হিসেবে নিজেকে উপস্থাপন করা। বন্ধুদের জন্মদিন থেকে শুরু করে মজার মজার টপিক নিয়ে নিয়মিত তার চ্যানেলে থাকছে মজার মজার এনিমেশন।
নিচের লিংক থেকে ঘুরে আসতে পারেন অন্তিক মাহমুদের দারুন সেই এনিমেশন জগৎ থেকে।
https://www.youtube.com/channel/UC3FJQgcyrwOg-OPzqhTul6w