দেওয়ান তানভীর আহমেদ সৃজন
শুভ সন্ধ্যা। আমি তারিক আনাম খান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই শোতে… হ্যা অদ্ভুতুরে এক সম্মোহনী টিভি শোয়ের সাথে জড়িয়ে যায় এক পরিবারের দিনলিপি। মায়ের চিকিৎসা আর ব্যবসা নিয়ে হতবিহ্বল পরিবারের কর্তা।
সারাদেশ যখন ফুটবল বিশ্বকাপের জ্বরে আক্রান্ত, তখন বিশ্বকাপ নিয়ে দেশবাসীর হৈ হুল্লোড়ের আড়ালে ঈদের আনন্দ চাপা পড়ে যেতে যেতেও চাপা পড়ে যাচ্ছে না শুধুমাত্র কিছু মনকাড়া টিভি অনুষ্ঠানের কারণে। এমনই একটি টিভি নাটকের কথা বলতে যাচ্ছি আজ। হ্যা, বলছি ঈদের তৃতীয় দিন এনটিভিতে প্রচারিত সাফায়েত মনসুর রানার “সব মিথ্যে সত্যি নয়” নাটকের কথা।
আগেই বলেছি পরিবারের কর্তা রাহাত খান(জন কবির) একজন ব্যবসায়ী এবং উদ্যোক্তা। ব্যস্ত জীবনে নিজের স্ত্রীকে(অপর্ণা ঘোষ) ঠিকমত সময় দিতে না পারলেও অসুস্থ মায়ের(দিলারা জামান) প্রতি সে অত্যন্ত যত্নশীল। মায়ের প্রতি যাতে কোনো রকম অযত্ন না হয়, সে ব্যাপারে তার সজাগ দৃষ্টি। তার স্ত্রী তাই সর্বক্ষণ নিজের শ্বাশুরীর কাছাকাছি থাকে, যেন তার কোনো রকম অসুবিধা না হয়। রাহাত খানের স্ত্রী একজন গৃহিণী। তার বেশিরভাগ সময় কাটে শ্বাশুরীর খেয়াল রাখা, বাড়ির সব কাজকর্ম করা, ঘরদোর গোছানো, পাশের বাসার ভাবির(ফারজানা এ্যানি) সাথে আড্ডা দেয়ার মধ্য দিয়েই। এছাড়াও সপ্তাহে একদিন শ্বাশুরীকে নিয়ে সে নিয়ম করে একটা টিভি অনুষ্ঠান দেখে, যার উপস্থাপক কিংবদন্তী অভিনেতা তারিক আনাম খান। এই অনুষ্ঠানটির মধ্যে একটা অদ্ভুত রকমের সম্মোহনী শক্তি আছে, যার কারণে অনুষ্ঠান একবার শুরু হওয়ার পর দর্শক টিভির সামনে থেকে সহজে উঠতে পারে না!

এই ব্যতীক্রমধর্মী অনুষ্ঠানটির প্রতিটি পর্বেই একজন করে নতুন অতিথি আসেন, যারা সমাজে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলেও তাদের জীবনে আছে অসংখ্য অপ্রিয় সত্য, যা তারা ছোট ছোট মিথ্যে দিয়ে আড়াল করে রেখেছে। এই অনুষ্ঠানে এসে তারা জীবনের সেই না বলা সত্যগুলোকে সবার সামনে তুলে ধরে। ব্যবসায়ী এবং উদ্যোক্তা রাহাত খানের কাছে তার মা আর স্ত্রীর প্রিয় এই অনুষ্ঠানটি একটা অর্থহীন অনুষ্ঠান ছাড়া আর কিছুই না। কিন্তু নিজের অজান্তেই কখন যে সে আর তার পরিবার এই অর্থহীন অনুষ্ঠানটির একটি অংশে পরিণত হয়ে গেছে, তা যেন সে টেরই পায় নি! এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বেরিয়ে আসতে শুরু করে তাদের পরিবারের অনেক না বলা সত্য! এই সত্য মিথ্যের দোলাচালে পরিবারও অদ্ভুতুরে দোদুল্যমান! তারপর?
তারপর কী হয় তা জানতে হলে অবশ্যই দেখতে হবে সাফায়েত মনসুর রানার কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এবং জন কবির, অপর্ণা ঘোষ, দিলারা জামান, তারিক আনাম খান, ফারজানা এ্যানি অভিনীত ঈদের নাটক “সব মিথ্যে সত্য নয়” নাটকটি। এই নাটকে নির্মাতার নির্মাণশৈলী, অভিনয়শিল্পীদের অভিনয়, শিল্প নির্দেশকের নির্দেশনা সবকিছুই ছিল এক কথায় অসাধারণ। সেই সঙ্গে যোগ হয়েছে অসাধারণ আবহ সঙ্গীত। সব মিলিয়ে দর্শকদের একটি চমৎকার নাটক উপহার দিয়েছেন পরিচালক রানা। বিশেষ করে না বললেই নয় সেটা হলো নাটকের ভিতরের টিভি প্রোগ্রামটি; অদ্ভুত সম্মোহনী শক্তিতে টেনে রাখবেই আপনাকে।