-সুবহা বিনতে মতিন
জনপ্রিয় সঙ্গীতশিল্পী বারী সিদ্দিকী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তাঁর বড় ছেলে সাব্বির সিদ্দিকি।
টানা সাত দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত ১৭ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ১৮ নভেম্বর ভোররাত থেকে ঢাকার স্কয়ার হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
শুধু সঙ্গীতশিল্পী নয় তিনি ছিলেন একাধারে সুরকার এবং বংশীবাদক।
বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনা জেলায় এক সঙ্গীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণীশিল্পীর সান্নিধ্য লাভ করেন।
দীর্ঘদিন সঙ্গীতের সঙ্গে জড়িত জনপ্রিয়তা পান ১৯৯৯ সালে। ওই বছর হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবিটি মুক্তি পায়। এই ছবিতে তিনি সাতটি গান গেয়েছিলেন তিনি।
তার জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে শুয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ নাকি,পুবালি বাতাসে, আমার গায়ে যত দুঃখ সয়, ওলো ভাবিজান নাউ বাওয়া।