পাকিস্তানি জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও মডেল সাবা কামার সোমবার (৪ আগস্ট) বুকে ব্যথা অনুভব করার পর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের সূত্র জানায়, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন।
পাকিস্তানের সিনিয়র হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মুমতাজ শাহসহ চিকিৎসকদের একটি দল তার স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করে। পরিস্থিতির উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
সাবা কামার ২০০৫ সালে নাটক ‘ম্যায় আওরত হুঁ’ দিয়ে অভিনয় জীবনের শুরু করেন এবং পরবর্তী সময়ে ‘দাস্তান’, ‘মাআত’, ‘পানি জাইসা পেয়ার’ ও ‘বাগি’ মতো নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। বিশেষ করে ‘বাগি’ নাটকে তার চরিত্র কান্দিল বালোচ নারীর সংগ্রাম ও সমাজের অসঙ্গতির বাস্তব ছবি তুলে ধরে প্রশংসিত হয়।
টেলিভিশনের পাশাপাশি সাবা কামার চলচ্চিত্রেও শক্ত অবস্থান গড়ে তুলেছেন। ২০১৭ সালে বলিউডে ‘হিন্দি মিডিয়াম’ ছবিতে ইরফান খানের বিপরীতে অভিনয় করে ভারত ও পাকিস্তান দুই দেশের সমালোচকদের প্রশংসা অর্জন করেন। পাকিস্তানি চলচ্চিত্রে ‘লাহোর সে আগে’ ও ‘কমলি’ তার উল্লেখযোগ্য কাজ, যেখানে ‘কমলি’ তাকে তার প্রজন্মের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিত করে।
অভিনয়ের পাশাপাশি সাবা কামার সফল মডেল এবং টেলিভিশন উপস্থাপকও। তিনি নারী অধিকার, সামাজিক ইস্যু ও মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত সচেতনতা সৃষ্টি করেন।