গোলাম মোর্শেদ সীমান্ত
মাবরুর রশীদ বান্নাহ নির্মাতা হিসেবে নিজেকে ইতিমধ্যেই ছোট পর্দায় প্রমাণ করতে সক্ষম হয়েছেন। ২০০৮ সালে সহকারী পরিচালক হিসেবে পরিচালনায় নাম লেখান মাবরুর রশীদ বান্নাহ৷ ২০১১ সালের ১৬ই ডিসেম্বর আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি খুলেন এই সময়ের জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। ২০১১ সালের শেষের দিকে “ফ্ল্যাশব্যাক” শিরোনামে একটি নাটক নির্মাণ করে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ইতিমধ্যে দেড়শর বেশি নাটক,টেলিফিল্ম করছেন এই নির্মাতা এছাড়াও কিছু জনপ্রিয় সিরিয়ালও নির্মাণ করছেন তিনি। তিনি তার একের পর এক নাটক নির্মাণ করে নির্মাতা হিসেবে জনপ্রিয়তার শীর্ষে চলে যান। তাই তিনি এবার নিজেকে অন্যভাবে প্রকাশ করতে চান।
এ প্রসঙ্গে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, নতুন দুইটা ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি৷ এজন্য একটা টিম গড়েছি ইতিমধ্যে সাতজন পরিচালক কে নিযুক্ত করেছি। যারা অনেক নিষ্ঠাবান তাদেরকে আমি প্রযোজনা করব। আমার সঙ্গে আকবর হায়দার মুন্না নামে আরেক প্রযোজক আছেন আমরা দুইজন মিলেই মূলত এই টিমটা তৈরীর চেষ্টা করছি।
তিনি আরো বলেন, ‘আমি একজন পরিচালক হিসেবে অনুধাবন করেছি-অনেক মেধাবী ছেলে রয়েছে যারা কাজের সুযোগ পায় না। আমি চেষ্টা করব এই প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে কাজ দিতে, যাতে তারা নিজেদের প্রমাণ করার সুযোগ পায়।’
মাবরুর রশীদ বান্নাহ্র প্রযোজনায় প্রথমে দুটি ধারাবাহিক নির্মিত হবে। এর মধ্যে ‘শোবার ঘর’ ধারাবাহিকটি পরিচালনা করছেন তৌহিদ আশরাফ এছাড়া ‘বান্দরের খাঁচা’ ধারাবাহিকটি পরিচালনা করছেন ওয়াকি। আগামী বছরের শুরুর দিকে আন্ডারগ্রাউন্ড ক্রিয়েটিভ ফ্যাক্টরি নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘শোবার ঘর’ আর ফিউচার এন্টারটেইনমেন্ট নামে ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘বান্দরের খাঁচা’ নাটকটি।