Saturday, August 2, 2025
27.8 C
Dhaka

কালা জাহাঙ্গীর’ নিয়ে গুজব: মুখ খুললেন পরিচালক ও প্রযোজক

ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে ঘিরে নির্মিতব্য একটি নতুন সিনেমা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ছবির সম্ভাব্য নাম হিসেবে ‘কালা জাহাঙ্গীর’ উঠে আসায় অনেকেই ধারণা করেন, এটি বাস্তব জীবনের আলোচিত চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর জীবনী অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে।

তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজক শিরিন সুলতানা মুখ খুলেছেন। বুধবার (৩০ জুলাই) এক লিখিত বিবৃতিতে তারা স্পষ্টভাবে জানিয়েছেন, সিনেমাটি কোনো ব্যক্তির জীবনী অবলম্বনে নয়, এটি একটি সম্পূর্ণ মৌলিক গল্প।

বিবৃতিতে তারা বলেন, “মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা যে সিনেমাটি নির্মাণের উদ্যোগ নিয়েছি, তা নিয়ে কিছু ভুল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। কিছু সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এটি কালা জাহাঙ্গীর নামক ব্যক্তির জীবনী নির্ভর। বিষয়টি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। আমাদের প্রোডাকশন হাউজ ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ কিংবা পরিচালকের পক্ষ থেকে এ ধরনের কোনো বক্তব্য কোথাও দেওয়া হয়নি।”

সিনেমার কনসেপ্ট সম্পর্কে তারা জানান:
“এটি ৯০ দশকের ঢাকা শহরের প্রেক্ষাপটে তৈরি একটি লার্জার দ্যান লাইফ স্কেলের চলচ্চিত্র, যেখানে অ্যাকশন, ক্রাইম, রোমান্স, ইমোশন ও পারিবারিক ড্রামা—সবকিছুর সংমিশ্রণ থাকবে। গুলিস্তান থেকে গুলশান—সব শ্রেণির দর্শকদের জন্যই উপভোগ্য একটি সিনেমা নির্মাণের লক্ষ্যে আমরা কাজ করছি।”

পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, ইতোমধ্যে সিনেমার প্রি-প্রোডাকশন পর্ব পুরোদমে চলছে এবং দেশ ও দেশের বাইরে একাধিক টিম প্রস্তুতিতে কাজ করছে। তিনি আরও বলেন, “শাকিব খান ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন, তবে এখনো সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আগামী আগস্ট মাসে নামসহ আরও কিছু চমক উন্মোচন করা হবে।”

চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন, যেখানে কাহিনী রচনাতেও ছিলেন মেজবাহ উদ্দিন সুমন। এখনো সিনেমার অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের নাম চূড়ান্ত হয়নি বলে জানান সংশ্লিষ্টরা।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরে সিনেমাটির চিত্রগ্রহণ শুরু হবে। এর আগেই কাস্টিং ও অন্যান্য বিস্তারিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ঘাড়ব্যথায় অবহেলা নয়, সতর্কতাই প্রতিরোধের পথ

আধুনিক জীবনযাপনে ঘাড়ব্যথা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত সমস্যা হয়ে...

শিশুদের টাইপ ১ ডায়াবেটিস: অবহেলার সুযোগ নেই, সচেতনতাই রক্ষাকবচ

বর্তমানে বাংলাদেশে শিশুদের টাইপ ১ ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য...

মাইলস্টোন দুর্ঘটনা: আহতদের সহায়তায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়...

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করায় ল্যাঙ্কাশায়ারের দুঃখপ্রকাশ

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষ দিনে পাকিস্তানের জার্সি পরে...

ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে আমিরাত, অংশ নিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি...

শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে কেবল প্রত্যাশা নয়,...

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

ভারতের বিপক্ষে চলমান ওভাল টেস্টে ফিল্ডিং করতে গিয়ে বাঁ...

বিধানসভায় মোবাইলে ‘তাস খেলায়’ ধরা পড়ায় কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটেকে সরিয়ে দেওয়া হলো

মহারাষ্ট্রের বিধানসভায় অধিবেশন চলাকালীন মোবাইলে ‘জঙ্গলি রামি’ খেলতে ধরা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img