–জুবায়ের ইবনে কামাল
বাংলাদেশের দর্শকদের নাটক দেখার বড় একটি উপলক্ষ হলো ভালোবাসা দিবস। সেদিন চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে নাটক দেখার চেয়ে দর্শকরা ‘ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প’ নাটকের সিরিজ দেখতে বেশী পছন্দ করেন। প্রতি বছরই ভালোবাসা দিবস উপলক্ষে ক্লোজআপ দেশের বিখ্যাত ও দক্ষ সব নির্মাতা ও অভিনেতা দিয়ে তৈরী করে তিনটি করে নাটক। যার জনপ্রিয়তা বেশ কয়েক বছর ধরে তুঙ্গেই বলা চলে। ভ্যালেন্টাইন ডে আসার আগেই এই নাটক নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় চায়ের কাপে। এবারো তার ব্যতিক্রম হয়নি।
এর মাঝেই সবগুলো নাটকের শ্যুট শেষ হয়েছে। তন্মধ্যে ‘আমি তোমার গল্প হবো’ শিরোনামের নাটকটি দর্শকদের মধ্যে আলাদা ভাবে বেশ সাড়া জাগিয়েছে। খাইরুল আলমের লেখা নির্বাচিত গল্পে নাটকটিতে অভিনয় করেছেন তরুন অভিনেতা তাওসীফ মাহবুব। তাওসীফের বিপরীতে অভিনয় করেছে আরেক জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। নাটকটি নির্মান করেছেন তরুন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।
ক্লোজআপের নাটক ‘আমি তোমার গল্প হবো’ সম্পর্কে নির্মাতা বান্নাহ চ্যানেল আগামীকে বলেন, ‘গল্পটা কিছুটা গতানুগতিক হলেও গল্পের মধ্যে রয়েছে বৈচিত্র্যতা। যা দর্শকদের আনন্দ দিতে সাহায্য করবে। আর আমি আশাবাদী বরাবরের মতই নাটকটা দর্শকপ্রিয়তা পাবে।’
অন্যদিকে এই নাটকটি নির্মানের মধ্য দিয়ে নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ করেছে ক্লোজআপের নাটক নির্মানের হ্যাটট্রিক। পরপর তিন বছর তিনি পরিচালনা করেছেন ক্লোজআপ কাছে আসার সাহসী গল্প সিরিজের তিন নাটক। ২০১৬ সালে ‘প্রজাপতির শত ডানা’ এবং ২০১৭ সালে ‘তোমার পিছুপিছু’ নির্মাণ করেন। সবশেষ ২০১৮ তে নির্মান করেছেন ‘আমি তোমার গল্প হবো’। এ বিষয়ে তিনি বলেন, ‘যদিও আমি ছাড়াও এরকম হ্যাটট্রিক রয়েছে। তবে তবুও এটা একজন পরিচালকের জন্য সৌভাগ্যই বটে।’
‘আমি তোমার গল্প হবো’ নাটকের শ্যুট ইতিমধ্যে শেষ হয়েছে। গাজীপুর, উত্তরা, কালীগঞ্জ সহ রাজধানীর কয়েকটি জায়গায় এর দৃশ্য ধারণ করা হয়। এবার অপেক্ষার পালা। নাটকটি প্রচারিত হবে আগত ভ্যালেন্টাইন ডে ১৪ই ফেব্রুয়ারি রাত ৮ টা ৪৫ মিনিটে। স্যাটেলাইট চ্যানেল বাংলাভিষনে।