জুবায়ের ফাহিম
কোচিং একজন শিক্ষথীর ২য় স্কুল। আমাদের শিক্ষার একটি পদ্ধতি সৃজনশীল। দেখা যায় ১০ জন শিক্ষাথীর ৫ জন এখনও সৃজনশীল সম্পকে ভাল মত জানেন না। তাদের স্কুল এর শিক্ষক এর পক্ষেও সম্ভব না যে তারা আলাদা করে সবাইকে বুঝিয়ে পড়াবেন। এজন্য কিছু কিছু শিক্ষাথী ছুটেন তাদের শিক্ষকদের কাছে। অনেকে সেটাকে কোচিং বাণিজ্য হিসেবে ধরেন। কিছু কিছু শিক্ষক আছেন যারা আসলেই পড়াশোনা কে বাণিজ্যের মত করে ফেলেছেন। তাদের কাছে কোচিং না করলে শিক্ষাথী ভাল ফলাফল করতে পারবে না। তবে দুদক এর কোচিং বিরোধী আভিযানে কিছু কিছু অভিভাবক এর সমস্যা হয়ে যাচ্ছে। রাজধানীর একাধিক স্কুল এর অভিভাবক এর সাথে দুদক এর অভিযান এর কথা বললে তারা বলেন
“এসব এর কোন দরকার ছিল না বছর এর শেষ কিছু দিন পর বাষিক পরীক্ষা বাচ্চা দের এখন তাদের এই অভিযান এর জন্য কোচিং গুল বন্ধ হয়ে গেলে কিভাবে পড়াব একে ত আমাদের অনেকের বাসায় টিচার নেই এর উপর এই এক মাস এ কিভাবে পড়াশুনা শেষ করাব”