“How big can you imagine” এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর ক্যান্টনমেন্টে অবস্থিত শহীদ বীর উত্তম লেঃ আনোয়ার গার্লস কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে RFL Plastic Presents SAGC 4th National Science Festival 2018-19. তিনদিনব্যাপী এ বিজ্ঞান মেলা চলবে আগামীকাল থেকে ২২জুন ২০১৯ পর্যন্ত।
জাতীয় এ বিজ্ঞান মেলায় থাকছে বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন, দেয়ালিকা ও পোস্টার প্রদর্শন, উপস্থিত বক্তৃতা, রোবট প্রতিযোগিতা, অলিম্পিয়াড, কুইজ, সুডোকু, ডিজিটাল আর্ট, ফটোগ্রাফি সহ মোট ২৬টি প্রতিযোগিতা। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিজনেস অলিম্পিয়াড ও বিশেষ ইভেন্ট ‘ড্রিম টু আন্টারপ্রনারশিপ’।উক্ত বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠানে অতিথী হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
বিজ্ঞান মেলাটিতে অংশ নিচ্ছে সারাদেশের প্রায় ৬০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শুধুমাত্র স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ করার সুযোগ থাকলেও সকল বয়সী দর্শনার্থীদের জন্য মেলাটি উন্মুক্ত থাকবে। চ্যানেল আগামী এ মেলার অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে।
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে : https://www.facebook.com/events/421249291801183/