রাশেদুল ইসলাম
২৪শে ফেব্রুয়ারী বন্দরনগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র মেহেদীবাগে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (আইজিএমআইএস) এর ১২তম ব্যাচের ওরিয়েন্টশন প্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শুরুতে কুরআন তেলাওয়াত ও সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিএমআইএস ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম জাকির হোসাইন।
প্রতিষ্ঠানের ৮ম ব্যাচের শিক্ষার্থী মোঃ আনিস শওকত ও লিজা আক্তারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক বন্দর পরিচালক (প্রশাসন) ও খ্যাতিমান অধ্যাপক গোলাম রসুল,বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানের প্রভাষক মোঃ রহিমুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম রসুল বলেন,”পুরাতনেরা জায়গা ছেড়ে দেবে,নতুনেরা পূরণ করবে সেই শূন্যস্থান। প্রকৃতির এই নির্মম সত্য মেনে নিয়েই আমাদের এগোতে হবে পুরো উদ্যমে। জীবনের সকল বাঁধা অতিক্রম করতে হবে হাসিমুখে। শত বাঁধায়ও যে হার না মেনে সামনে এগিয়ে যেতে থাকে সাফল্য তারই হাতে ধর্ণা দেয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথিসহ আগত অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র ও তরুণ উদ্যোক্তা মোঃ ইমরান। এসময় প্রতিষ্ঠানের সকল ব্যাচের শিক্ষার্থীবৃন্দও উপস্থিত ছিলেন।