অধ্যক্ষ সচীন কুমার রায়ের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বরিশালের সরকারী সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা। জানা যায় একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের বেশ কিছু শিক্ষার্থীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বেলা ১১ টা ৩০ এ ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিপুল পরিমাণ শিক্ষার্থী অবস্থান নিয়ে অধ্যক্ষ সচিন কুমারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে নিজ কক্ষে অবরুদ্ধ হয়ে পরেন প্রফেসর সচিন কুমার রায়। পরবর্তীতে বিপুল পরিমাণ আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কড়া পাহারায় ক্যাম্পাস চত্বর ত্যাগ করেন সচিন কুমার। উল্লেখ্য এর আগেও বহুবার শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পড়েছিলেন বিতর্কিত প্রফেসর সচিন কুমার রায়।
কলেজের এক শিক্ষার্থী চ্যানেল আগামীকে জানান যে, এর আগেও অধ্যক্ষ সচিন কুমার তাদের অভিভাবকদের ডেকে অকথ্য ভাষায় লাঞ্ছিত করে। কিন্তু আবার লাঞ্ছিত করায় এবার শিক্ষার্থীরা তার উপর ক্ষুব্ধ। এখন শিক্ষার্থীদের দাবী অধ্যক্ষের পদত্যাগ।
মহিউদ্দীন অমি
ব্যুরো চিফ,বরিশাল।