জুবায়ের ফাহিম
২য় বারের মত শুরু হতে যাচ্ছে উইলস ইন্টার স্কুল কলেজ সাইন্স ফেয়ার ২০১৭। আগামী ২৩ তারিখ শুরু হবে এই ফেস্টিভাল।এবং শেষ হবে ২৬ তারিখ। সাইন্স ফেয়ার এ থাকছে প্রজেক্ট ডিসপ্লে, কুইজ, অলিম্পিয়ার্ড, ওয়াল ম্যাগাজিন ছাড়াও আর আনেক কিছু। গত বছর উইলস স্কুলে অনুষ্ঠিত হয়েছিল আইটি ফেস্টিভাল। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সায়েন্স ফেয়ার। সাইন্স ফেস্টিভাল এ নটরডেম কলেজ, আইডিয়াল স্কুল, ভিকারুননিসা নূন স্কুল সহ আর অনেক স্কুল এবং কলেজ এর ছাত্র ছাত্রীরা বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করবেন। শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের জন্য এই ফেয়ার হকে অন্যতম মঞ্চ এমনটাই আশা করছেন সংশ্লিষ্ট সকলে। সাইন্স ফেস্ট এ যেসব ইভেন্ট থাকছেঃ
1.Project display
2.Olympiad
3.General knowledge competition
4.Wall megazine
5.Scrap book
6.Extempore speech
7.Science fI. speech
8.Photography competition
9.Rubik’s cube
10.Sudoko
11.Criminal identification
12.Power point presentation
বিস্তারিতঃ https://www.facebook.com/events/2030932967141856/