আনিস মিয়া
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী আব্বাসিয়া কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণি কক্ষে চলছে পাঠদান, শিক্ষক মাত্র একজন! কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালিটিতে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করছে ১৪২ জন ছাত্র-ছাত্রী। বিদ্যালয়টিতে শিশু শ্রেণিতে ১৭জন, ১ম শ্রেণিতে ২৭জন, ২য় শ্রেণিতে ২৯জন, ৩য় শ্রেণিতে ২৬জন, ৪র্থ শ্রেণিতে ২১জন ও ৫ম শ্রেণিতে ২২জন ছাত্রছাত্রী ১৯৯৬ সালে বিদ্যালয়টি স্থাপিত ,কিন্তু শিক্ষক কোথায় ? ১৯৯৬ সালে স্থাপিত বিদ্যালয়টিতে ২০১৭ সালের জানুয়ারি মাসে নতুন শিক্ষক প্রদান ছাড়াই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইলিয়াসকে বিভাগীয় প্রশিক্ষণে প্রেরণ করেন উপজেলা শিক্ষা অধিদপ্তর। জানুয়ারি মাস থেকে এ বিদ্যালয়ে পাঠদান করছেন সহকারী শিক্ষক শরিফা সিদ্দিকা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহিবুর রহমান জানান, ছাত্রছাত্রীদের লেখাপড়া মারাত্মকভাবে বিঘ্ন ঘটচ্ছে। শিক্ষা দপ্তরের এমন উদাসীনতায় তিনি হতবাক! ৩টি ক্লাসে একজন শিক্ষক দিয়ে কিভাবে চলে, এমন প্রশ্ন ছুঁড়ে দেন এ প্রতিনিধির নিকট। উপজেলা শিক্ষা অফিসে গেলে বিদ্যালয় থাকে বন্ধ। ৫ জনের এ বিদ্যালয়টিতে পালন করছেন শুধুমাত্র সহকারী শিক্ষক শরিফা সিদ্দিকা। বিদ্যালয়টির এমন দুর্দশায় ২০১২ সনের নভেম্বর মাস থেকে স্বেচ্ছাশ্রমে প্যারা শিক্ষকের দায়িত্ব পালন করছেন গৌরীপুর সরকারী কলেজের স্নাতক সমাজকর্ম বিভাগের ছাত্রী ফারজানা আক্তার লিজা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরিফা সিদ্দিকা জানান, শিক্ষক শূন্যতার বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ জানান, সহনাটী আব্বাসিয়া কমিউনিটিসহ ৩টি বিদ্যালয়ে মামলা সংক্রান্ত জটিলতা থাকায় শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না।