বাল্য বিবাহ রোধ এবং কিশোর-কিশোরীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৩ সাল থেকে যাত্রা শুরু করেছে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। নেটওয়ার্কের চেয়ারম্যান এবং সি.ই.ও.ফারজানা ব্রাউনিয়া অদম্য গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই নেটওয়ার্কটিকে। বাংলাদেশের সর্ববৃহৎ এই নেটওয়ার্কের ক্লাব তৈরী হচ্ছে প্রতিটি বিভাগ থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের স্কুলে। ২০১৬ সালে “দিন বদলে আমরা” নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ১ম পর্যায়ের ২য় পর্বে বিজয়ী দল গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থী মোঃ হাসানুর আরিফীন এবং মোসাঃ ইফাতারা ইরা আজ সকালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অনান্য শিক্ষক মন্ডলীকে সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে গঠন করে “কিশোর-কিশোরী সুরক্ষা ক্লাব।”
ক্লাব গঠনকালে প্রধান শিক্ষক তার বক্তব্যে বলেন “বাল্য বিবাহর মত সামাজিক ব্যাধিকে রোধ করতে হলে প্রথমত কিশোর-কিশোরীদের সচেতন হতে হবে এবং বাল্য বিবাহ রোধ করতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।” ক্লাব গঠন শেষে উক্ত বিদ্যালয়ের দুই প্রতিনিধি ক্লাব সদস্যদের শপথ বাক্য পাঠ করান। ক্লাবের প্রতিনিধি মোঃ হাসানুর আরিফীন বলেন “স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের মডেলকে সামনে রেখে আমরা সকল কিশোর-কিশোরী গড়তে চাই সুস্বাস্থ্যে উজ্জল এক সোনার বাংলাদেশ।” ক্লাবের আরেক প্রতিনিধি মোসাঃ ইফাতারা ইরা বলেন “প্রত্যেক কিশোরীর উচিত বাল্যবিবাহকে না বলা এবং এর বিরুদ্ধে সক্রিয় হওয়া।”
মোঃ হাসানুর আরিফীন