সুবহা বিনতে মতিন
কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন- বর্তমান যুগের সাথে তাল মিলিয়েই বর্তমান শিক্ষার প্রসার ঘটাতে হবে।বর্তমান যুগ আইসিটির যুগ।সুতরাং শিক্ষা ক্ষেত্রে আইসিটির প্রয়োগ বর্তমান সময়ের অন্যতম দাবি। সেই লক্ষে ২০১২ সাল থেকে বাংলাদেশ সরকার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ (Information & Communication Technology) নামক বইটি বাধ্যতামূলক করেছেন। সরকারের মূল লক্ষ্য শিক্ষাকে আইসিটির আওতাধীন করা।যেহেতু শিক্ষার্থীগণ বইটি পাঠ্যবই হিসেবে হাতে পাচ্ছে তাই পাঠ করা জরুরি। কিন্তু এই বিষয়ের ব্যবহারিক ক্লাস সকল শিক্ষার্থী পাচ্ছে না। বিষয়টির শিক্ষণীয় জিনিষগুলো সবাই ব্যাক্তি জীবনে কাজে লাগাতে পারছে না। বিশেষ করে সরকারি স্কুল ব্যতীত গ্রাম এলাকায় অনুন্নত স্কুলের শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া ক্লাস করতে পারছে না। তারা অন্য সকল বিষয়ের মতো এটিকেও গঁটবাধা মূখস্তের খাতায় ফেলছে। অন্য সকল বিষয়ে সৃজনশীল চিন্তনের বিকাশ গঠলেও আইসিটি বিষয়টি ব্যতিক্রম। তাই একে ব্যববহারিক নির্ভর করে তোলা দরকার। যাতে তা ব্যক্তিজীবনে কাজে লাগানো যায়। অতএব সকল স্কুলকে এই বিষয়টি নিশ্চিত করতে হবে।