রাশেদুল ইসলাম
প্রাতিষ্ঠানিক ও বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ পরিবর্তন করে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজকে প্রফেশনাল কোর্সসমূহের ফাইনাল পরীক্ষার নতুন কেন্দ্র হিসেবে নির্ধারণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চল।
জানা যায়,চট্টগ্রামে প্রফেশনাল কোর্স চালু হওয়ার পর থেকেই প্রফেশনাল কোর্সের পরীক্ষাসমূহ চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে অনুষ্ঠিত হয়ে আসছিলো। কিন্তু কিছু সমস্যার কারণে কেন্দ্রটি পরিবর্তন করে আগামী ২৫শে ফেব্রুয়ারী হতে শুরু হতে যাওয়া বিবিএ ১ম বর্ষ ২য় সেমিস্টার ২০১৭ ফাইনাল পরীক্ষা নগরীর জাকির হোসেন রোডস্থ চট্টগ্রাম সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হবে ঘোষণা দিয়ে উক্ত পরীক্ষার রুটিন প্রকাশ করার ১দিনের মাথায় গত ১৩ই ফেব্রুয়ারী সংশোধিত কেন্দ্র বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। (স্মারক নং: জাতীঃ/বিঃ/পরীঃ/প্রফেঃ/বিবিএ/২০১৮/৯০৭৫)
ওয়েবসাইট লিংক: http://www.nu.edu.bd/nu-home/all_notice_download_content/Examination/February_2018/notice_9075_pub_date_13022018.pdf
শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় বিশ্বের দ্বিতীয় ও বাংলাদেশের প্রথম অবস্থানে থাকা জাতীয় বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম অঞ্চলে অধিভুক্ত ৮টি প্রতিষ্ঠানে প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী প্রফেশনাল কোর্সসমূহে অধ্যয়নরত। অধিভুক্ত কলেজগুলো হলোঃ চট্টগ্রাম সেনানিবাসস্থ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ,মেহেদীবাগস্থ ম্যাক্স হাসপাতাল সংলগ্ন ইনস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (আইজিএমআইএস),হালিশহরের বড়পুলস্থ ইনস্টিটিউট অফ বিজনেস স্টাডিজ (আইবিএস),আগ্রাবাদের চৌমুহনীস্থ ড্যাফোডিল ইনস্টিটিউট অফ আইটি,সদরঘাটস্থ ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ,লালখান বাজারস্থ নিউরাল ইনিস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি,চট্টেশ্বরী মোড়স্থ জিএএম চার্টাড ইউনিভার্সিটি কলেজ ও বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান খুলশীস্থ বিজিএমইএ ভবনে অবস্থিত চট্টগ্রাম বিজিএমইএ ইনস্টিটিউট অফ ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিআইএফটি)।