তানযীল রশীদ
যুক্তিনির্ভর মূল্যবোধসম্পন্ন আলোকিত মানুষ গড়ার মন্ত্রকে ধারণ করে ২০১৩ সালে যাত্রা শুরু করে কলেজিয়েট স্কুল ডিবেটিং সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকে চট্টগ্রামের বিতর্ক অঙ্গনে স্বপ্রতিভ সাক্ষর রেখে চলেছে এই বিতর্ক সংগঠনটি। বাংলাদেশ এর অন্যতম সেরা বিদ্যাপীঠের এই বিতর্ক চর্চার সংগঠনটির উদ্যোগ শুধুমাত্র নিজ স্কুলের শিক্ষার্থীদেরই যুক্তির পথিক হিসেবে গড়ে তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের বিতার্কিকদের বিতর্কশিল্প চর্চা এবং সমৃদ্ধ করে চলেছে। এরই মধ্যে অন্যতম হলো ২০১৪ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া মিক্স আপ বিতর্ক প্রতিযোগীতা। বিগত বছরগুলোতে এই প্রতিযোগীতাটি নবীণ – প্রবীণ বিতার্কিকদের মিলনমেলায় পরিণত হয়েছে। এছাড়াও, এই উদ্যোগের মাধ্যমে প্রবীণদের সংস্পর্শে এসে নবীনদের বিতর্ক জ্ঞান সমৃদ্ধ করা ছাড়াও নবীণদের বিতর্কের মঞ্চে একজন সাবলীল এবং যথার্থ যুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করার কার্যকরী একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে কলেজিয়েট স্কুল ডিবেটিং সোসাইটি।
বিগত বছরের সাফল্যের ধারাবাহিকতায় আগামী ৩১ শে মার্চ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে কলেজিয়েট স্কুল ডিবেটিং সোসাইটি ৬ষ্ঠ বারের মতো আয়োজন করছে মক পার্লামেন্ট বা মিক্স আপ বিতর্ক প্রতিযোগীতা। নবীণ – প্রবীণ বিতার্কিকদের মিশ্রণে তৈরি ২০ টি দল এই যুক্তির যুদ্ধে অংশগ্রহণ করবে। আগামীর যুক্তির পথযাত্রী তৈরি করে চট্টগ্রামের বিতর্ক শিল্প চর্চার এই স্কুল বিতর্ক সংগঠনটি এগিয়ে চলুক যুক্তির মশাল নিয়ে ; আঁধারের করাল থাবা থেকে প্রজন্মকে মুক্ত করে সৃজনশীল প্রজন্ম তৈরির প্রয়াস নিয়ে এগিয়ে চলা কলেজিয়েট স্কুল ডিবেটিং সোসাইটি কার্যক্রম আরো ত্বরান্বিত হবে এমনটাই প্রত্যাশা চট্টগ্রামের বিতর্ক অঙ্গনের। চ্যানেল আগামীর পক্ষ থেকে কলেজিয়েট স্কুল ডিবেটিং সোসাইটি এর জন্য রইলো অনেক শুভ কামনা।