২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ও সর্বোচ্চ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা—উভয়ই কমেছে। এবার গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছরের তুলনায় প্রায় ১৫ শতাংশ পয়েন্ট কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন, যা আগের বছরের তুলনায় ৪৩ হাজার ৯৭ জন কম।
গত বছর (২০২৪ সালে) পাসের হার ছিল ৮৩ দশমিক শূন্য ৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার বেলা ২টায় একযোগে শিক্ষা বোর্ডগুলো নিজ নিজ ওয়েবসাইট, এসএমএস এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশ করে। এবার ফল প্রকাশ উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা রাখা হয়নি, কেন্দ্রীয়ভাবে ফল প্রকাশের পরিবর্তে প্রতিটি বোর্ড নিজস্ব ব্যবস্থাপনায় ফলাফল প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১০ এপ্রিল শুরু হয়ে ১৩ মে পর্যন্ত অনুষ্ঠিত এই পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখের বেশি। ফলাফল অনুযায়ী, চলতি বছর পাসের হার ও গ্রেডপ্রাপ্তিতে উল্লেখযোগ্যভাবে ভাটা পড়েছে, যা শিক্ষা বিশেষজ্ঞদের মধ্যে নতুন করে বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে।