১৯ জুলাই প্রকাশ হচ্ছে এইচএসসি পরীক্ষার ফলাফল।এইস এস সি এবং আলিম পরীক্ষার রেজাল্ট ২০১৮
সাধারণত দুই ভাবে এইচ এস সি পরীক্ষার ফলাফল দেখে নিতে পারেন…
১। অনলাইন এর মাধ্যেমে
২। মোবাইলে SMS এর মাধ্যেমে।
অনলাইনে এইচএসসি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম অনলাইন থেকে এইচ এস সি পরীক্ষার ফলাফল বের করার জন্য প্রথমে যেকোন ব্রাউজারে গিয়ে
www.educationboardresults.gov.bd
লিখে Enter প্রেস করুন। Enter প্রেস করার পর নিচের ছবিটির মতো পেজ ওপেন হবে।
SMS এর মাধ্যেমে এইচএসসি পরীক্ষার ফলাফল বের করার নিয়ম
মোবাইলে SMS এর মাধ্যেমে এইচএসসি পরিক্ষার ফলাফল বের করার জন্য প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ম্যাসেজ অপশনে যান। ম্যাসেজ অপশনে যাওয়ার পর সেখানে টাইপ করুন, HSC এবার যে বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার দিয়েছেন, সে বোর্ডের প্রথম তিনটি অক্ষর Dha HSC Roll কত সালে এইচএসসি পরীক্ষা দিলেন, তার সাল 2018 লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিন। মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে Mad লেখুন।
উধাহরণস্বরুপঃ
#জেনারেল শিক্ষা বোর্ড: HSC DHA 777688 2018 SEND TO 16222
চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত বছরের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি। পরীক্ষার্থীর এই সংখ্যা বৃদ্ধির হার ১০ দশমিক ৭৯ শতাংশ।