ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং এএমএএল ফাউন্ডেশন যৌথভাবে যুব উন্নয়ন, গবেষণা ও কমিউনিটি উন্নয়ন প্রচারে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে।
সোমবার (২১ জুলাই) ইউল্যাব ক্যাম্পাসে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান ও এএমএএল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসরাত করিম স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় যৌথভাবে প্রকল্প উন্নয়ন, শিক্ষার্থী ইন্টার্নশিপ, কর্মশালা আয়োজন, মিলিত গবেষণা এবং সক্ষমতা উন্নয়ন কর্মসূচি পরিচালনা করা হবে। প্রতিটি শিক্ষাবর্ষে ইউল্যাব শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ সুবিধা দেবে এএমএএল ফাউন্ডেশন। এ ছাড়া “যুব ও জলবায়ু সহনশীলতা” বিষয়ে গবেষণা ও প্রকাশনায় উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।
এই উদ্যোগ ইউল্যাবের অভিজ্ঞতামূলক শিক্ষাদান এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি প্রতিশ্রুতি আরও জোরদার করবে।