মারজানা মিতু
স্কুল জীবন প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। স্কুল জীবনের প্রতিটি স্মৃতি আমাদের দেয় আনন্দের একরাশ অনুভব। বন্ধু-বান্ধব নিয়ে হাসি ঠাট্টা করে বেড়ে উঠতে পারা প্রতিটি মানুষই স্কুল জীবনের স্মৃতির প্রতি কৃতজ্ঞ। আমার জীবনেও এর ব্যতিক্রম নেই। বাবার চাকরির সুবাদে দুই তিনটি স্কুল পরিবর্তন করতে হয়েছে। তবে দীর্ঘ পাঁচ বছর স্কুল জীবন কেটেছে প্রগতি উচ্চ বিদ্যালয়ে। এখানে অতিবাহিত মুহূর্তগুলো আমার জন্য সোনালি স্মৃতি।
প্রতিদিন সকালে হেটে স্কুলে যাওয়ার মজাই ছিলো আলাদা। স্কুলের আঙ্গিনাতে পা পড়তেই চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট হয়ে উঠতো।স্কুলের পছন্দের বেন্ঞে বসতে পারা, পছন্দের শিক্ষকদের ক্লাসে উপস্থিত থাকা একেকদিনের অর্জন ছিলো আমার জন্য। ভালো আচরন ও ভালো ফলাফলের জন্য সকলের নিকট প্রিয় হয়ে উঠতে পারা আমার জন্য আজও গর্বের। টিফিন টাইমের আড্ডা, খাবার ভাগাভাগি, বন্ধুদের সাথে মাঠে দৌড়ানো, একত্রে খেলাধুলা করা আজও মনে গেথেঁ আছে।
আমার স্কুল আমাকে যে শিক্ষা দিয়েছে তার জন্য আমি চিরঋণী। ধন্যবাদ আমার আনন্দের এক রঙিন ফুল আমার স্কুল।