রাশেদুল ইসলামঃ
আজ ৯ই এপ্রিল বন্দরনগরী চট্টগ্রামের মেহেদীবাগস্থ জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান ইনিস্টিটিউট অফ গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (আইজিএমআইএস) এর আত্ম উন্নয়নমুখী স্বতন্ত্র সংগঠন আইজিএমআইএস স্কিল ডেভেলাপমেন্ট ক্লাব (আইএসডিসি) প্রতিষ্ঠানের মিলনায়তনে আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ১১শ ব্যাচের শিক্ষার্থী দীপ্ত বিশ্বাসের সঞ্চালনায় আইএসডিসি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আইজিএমআইএস ফাউন্ডেশন চেয়ারম্যান ও কলেজ প্রতিষ্ঠাতা এসএম জাকির হোসাইন। আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইজিএমআইএস স্টুডেন্টস এসোসিয়েশন’র উপদেষ্টা সাইফুল ইসলাম শিপলু,সভাপতি মোঃ আল-আমিন তালুকদার ও কোষাধ্যক্ষ নাজমুল হাসান।
অনুষ্ঠানে ১০ম ব্যাচের রাশেদুল ইসলামকে সভাপতি ও ১২শ ব্যাচের শুভ চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে আগামী ২০১৮-১৯ সালের জন্য কেন্দ্রিয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি পদে মোহাম্মদ তানভীর হোসেন,অর্থ সম্পাদক পদে দীপ্ত বিশ্বাস,অফিস সম্পাদক পদে সাফা মারওয়া,সাংগঠনিক সম্পাদক পদে ফারহান আজিম,প্রকাশনা সম্পাদক পদে মৃদুল ইসলাম ও ছাত্রী সম্পাদিকা পদে মার্টিনা দাশের নাম ঘোষণা করা হয়।
সম্পূর্ণ অনাড়ম্বরভাবে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন আগত শিক্ষার্থীদের মধ্য হতে গত এক সপ্তাহব্যাপী বিভিন্ন যাচাই-বাছাই শেষে ৬ জনকে আগামী ৩ মাসের জন্য জুনিয়র কার্যকরী পরিষদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত সদস্যরা হলেন : আরিফিনুল হক,অরূপ দেবনাথ,কানিজ ফাতেমা,উম্মে হাবিবা,শারমিন সুলতানা নিশা ও বিশেষ সদস্য তাসলিমা আক্তার।
সবশেষে অনুষ্ঠানে আগত অতিথিরা সদ্য আত্মপ্রকাশ করা ক্লাবের প্রতি শুভ কামনা ও কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান। এছাড়াও ক্লাবের পক্ষে নবনির্বাচিত সদস্য শারমিন সুলতানা নিশা গত ৩ সপ্তাহব্যাপী ক্লাবের অনানুষ্ঠানিক কার্যক্রম ও ক্লাবের মিশন,ভিশন এবং ভবিতব্য কার্যক্রমসমূহের ঘোষণা পাঠ করেন।