শিক্ষা ডেস্ক–
দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান
‘দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসা’ এর প্রক্তন ছাত্র এসোসিয়েশনের দ্বিবার্ষিক সভা এবং পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ২৫ শে ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মহোদয় এক ভিডিও বার্তার মাধ্যমে প্রাক্তন ছাত্রদের অনুষ্ঠানে যোগদন করার জন্য আহবান জানান।
ভিডিও
https://m.facebook.com/story.php?story_fbid=1289417861204363&id=385075058305319
সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা নাজাতিয়ান তারকাদের মিলনমেলায় সরব হবে দারুননাজাত প্রাঙ্গণ।
বর্তমান অধ্যায়নরত ফাযিল, অনার্স এবং কামিলের ছাত্ররাও পাচ্ছে অংশগ্রহণের সুযোগ। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে উত্সবের আমেজ।
এ বিষয়ে চ্যানেল আগামীকে বর্তমান অধ্যয়নরত ছাত্র তানভীর রহমান জানান ‘ ২৫ তারিখ প্রাক্তন ছাত্ররা আসবেন যাদের অনেকেই দেশের প্রশাসনের উচ্চপদস্থীয় কর্মকর্তা, শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, বিসিএস ক্যাডার। সবাই একসাথে হবো; ভাবতেই কেমন যেন লাগছে।
নিয়মাবলী–https://drive.google.com/file/d/1gGZd2q1HNvPmcBCAvxdW7tv644P39iTT/view
মাদরাসা অফিস থেকে রেজেস্ট্রিশেন করতে হবে। ফি ৫০০ টাকা।
যোগাযোগ-01814494496