আবারও জাদুর শহর ঢাকায় বসবে যুক্তি মুখরতার উৎসব। ব্যস্ততম শহরের ব্যস্ততার সকল গন্ডি ছাপিয়ে আবারও ঢাকায় সকল বিতার্কিক এক হবে “বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডিবেটিং সোসাইটি আয়োজিত ২য় জাতীয় বিতর্ক উৎসব-১৮” এ। ঢাকায় সকল বিতার্কিকদের একসাথে করার আয়োজনে থাকছে কিছু খুব চেনা মুখ, থাকছে প্ল্যানচেট, আঞ্চলিক বিতর্কের মত ভিন্ন ধারার কিছু বিতর্ক, বিতর্কের এই স্লোগানকে বেগবান করার জন্য সেই সাথে থাকছে আরো জমকালো কিছু আয়োজন। নবীনদের জন্য থাকছে বিতর্ক বিষয়ক ওয়ার্কশপ, মোটিভেশন এবং সেই সাথে বিতর্ক অঙ্গনে নিজেকে তুলে ধরার এক অপূর্ব সুযোগ। নতুন এক আলোর পথ বিনির্মানে একজন যোদ্ধা হিসেবে নিজেকে সম্পৃর্ক্ত করতে চলে আসুন ১৭ জুলাই, ২০১৮। “বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডিবেটিং সোসাইটি আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব-১৮” তে।
আয়োজনে থাকছে
-বারোয়ারি বির্তক
-পার্লামেন্টারি বির্তক (বাংলা)
-আঞ্চলিক বির্তক
-প্ল্যানচ্যাট বির্তক
-বিডস ফরমেট বির্তক
– সফল ব্যক্তিত্বের সাথে একদিন
-বির্তক কর্মশালা
-মোটিভেশন স্পিচ
.
পার্লামেন্টারি ধারায় ১৬ টি দল অংশগ্রহণের সুযোগ পাবে। Grand ceremony টি উপভোগের জন্য যেকোনো প্রতিষ্ঠান থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের সুযোগ থাকছে। উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে “চ্যানেল আগামী”।
ইভেন্ট লিংক: https://www.facebook.com/events/1495469070580645/