চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১১ জুলাই)। দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল এসএমএসের মাধ্যমে একযোগে ফল প্রকাশ করা হবে। তবে এবার ফল হস্তান্তরের কোনো আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন শিক্ষাবিষয়ক উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)।
বুধবার (১০ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এক আলোচনায় তিনি বলেন, “পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের কম সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক দিক। এবার ফল প্রকাশ হবে অনাড়ম্বরভাবে। শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের অনুষ্ঠান বা আনুষ্ঠানিকতা থাকবে না।”
এর আগে মঙ্গলবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার ফল কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে না। প্রতিটি বোর্ড আলাদাভাবে তাদের নিজস্ব ওয়েবসাইটে ফল প্রকাশ করবে। পরীক্ষার্থীরা www.educationboardresults.gov.bd অথবা সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবে। একই সঙ্গে নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
ফল পুনঃনিরীক্ষণের আবেদন
ফল প্রকাশের পর ফলাফলে আপত্তি থাকলে পরীক্ষার্থীরা ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবার নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখের বেশি পরীক্ষার্থী অংশ নেয়। শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় পরীক্ষার্থী সংখ্যা কিছুটা কম হলেও সময়মতো ফল প্রকাশে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।