Saturday, August 2, 2025
33.5 C
Dhaka

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি: রাজধানীর ৩ শীর্ষস্থানীয় কলেজ

জাকিয়া সুলতানা প্রীতি

২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামী ১২ মে থেকে।  তিনটি ধাপে প্রায় দুই মাস জুড়ে চলবে এ ভর্তি কার্যক্রম।

এদিকে আদালতের নির্দেশনা থাকায় গত দুই বছরের ন্যায় এবারও রাজধানীর শীর্ষ তিন কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হতে পরীক্ষা (লিখিত) দিতে হবে। ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া রাজধানীর তিন কলেজগুলো হলো- নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজ। ইতোমধ্যে নটর ডেম ও হলিক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নটর ডেম কলেজ:

রাজধানীর নটর ডেম কলেজ এবারও আলাদাভাবে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার প্রথম প্রহর থেকে কলেজটি ভর্তি আবেদন নেয়া শুরু হয়েছে। ১৩ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনে এ আবেদন নেওয়া হবে। তবে ১৪ মে দুপুর ১২টা পর্যন্ত বিকাশের মাধ্যমে টাকা জমা দেয়া যাবে। দুটি ওয়েবসাইট ( http://ndc.mbilladmission.com, www.notredamecollege-dhaka.com) থেকে আবেদন করা যাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ভর্তির কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভর্তি আবেদন বাবদ ২৬০ টাকা নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানটি।

কলেজটিতে বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ-৫, মানবিকে জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ-৪ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

এছাড়া বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবসায় শিক্ষায় যেতে চাইলে বিজ্ঞান থেকে জিপিএ-৪.৫ এবং ব্যবসায় শিক্ষা থেকে মানবিকে যেতে চাইলে জিপিএ-৩.৫ পেতে হবে।

প্রতিষ্ঠানটি এবার বিজ্ঞানে ২০৮০ জন, মানবিকে ৪০০ এবং ব্যবসায় শিক্ষায় ৭৫০ জন শিক্ষার্থীর ভর্তি নেবে। আগামী ১৬ মে জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত আবেদনের আইডি নম্বর অনুযায়ী লিখিত পরীক্ষার সময় ও কক্ষ নম্বর প্রকাশ করা হবে।

১৭ মে (শুক্রবার) এ ভর্তি (লিখিত) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

হসিক্রস কলেজ:

হলিক্রস কলেজ গতকাল (মঙ্গলবার) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ৯ থেকে ১২ মে পর্যন্ত কলেজ থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে আর ১০ থেকে ১২ মের মধ্যে তা জমা দিতে হবে। আবেদন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।

১৭ মে (শুক্রবার) বিজ্ঞান বিভাগ, ১৯ মে (রোববার) বাণিজ্য ও মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৬ মে পরীক্ষার ফল প্রকাশের পর ওইদিন এবং পরদিন ২৭ মে ভর্তি হতে হবে। এ বছর বিজ্ঞানে ৭৫০ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮০ এবং মানবিকে ২৭০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

সেন্ট জোসেফ কলেজ:

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সেন্ট জোসেফ কলেজে আগামী ১৯ মে (রোববার) থেকে ভর্তি আবেদন ফরম বিতরণ শুরু করার কথা রয়েছে। আর আবেদন ফরম বিতরণ চলবে ২৫ মে পর্যন্ত। পরবর্তী এক সপ্তাহের মধ্যে ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ করা হবে। সূত্রে জানা গেছে, সেন্ট জোসেফে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য বাংলা ভার্ষণে জিপিএ-৫, বিজ্ঞান বিভাগে ইংরেজি ভার্ষণে জিপিএ ৪.৮০ পয়েন্ট থাকতে হবে।

এছাড়াও বাণিজ্য বিভাগে বাংলা ভার্ষণের জন্য জিপিএ-৪ ও ইংরেজি ভার্ষণে জিপিএ-৩ চাওয়া হতে পারে। লিখিত ও মৌখিক পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানটিতে ভর্তির আবেদন ফরমের দাম এ বছর ২০০ টাকা নির্ধারণ করা হতে পারে বলে জানা গেছে।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ইনস্টাগ্রামে মেসেজ শিডিউলিং: কাজের চাপেও আর মেসেজ ভুলবেন না

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম এবার মেসেজিং ফিচারে...

মাইক্রোপ্লাস্টিক: মানবদেহে প্রভাব ও ঝুঁকিপূর্ণ গোষ্ঠী

ছোট ছোট মাইক্রোপ্লাস্টিক কণা আমাদের শরীরে নীরবে প্রবেশ করছে—রক্ত,...

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটি এখন দৈনিক গড়ে ২৫০ কোটিরও...

ইউটিউব অ্যালগরিদমের আড়ালে এক গোপন জগৎ!

২০০৫ সালের প্রথম ভিডিও থেকে ২০ বছরে ইউটিউব হয়ে...

কোলন ক্যান্সারের ঝুঁকি কমায় যে ১০ খাবার

কোলন ক্যান্সার, যা কোলোরেক্টাল ক্যান্সার নামেও পরিচিত, বৃহৎ অন্ত্র...

মাইগ্রেনের যন্ত্রণার দ্রুত সমাধান দেবে বিশেষ স্মুদি

মাইগ্রেন বা মাথাব্যথায় ভোগা আজকাল অনেকের জন্য পরিচিত সমস্যা।...

দাম্পত্য জীবন মধুর করতে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের উপায়

ভালোবাসা, সম্মান ও পারস্পরিক মর্যাদা দিয়েই গড়ে ওঠে সুখী...

প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে যা খাবেন

পুরুষদের মধ্যে প্রোস্টেট ক্যান্সার একটি সাধারণ রোগ। ৫০ বছর...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img