রাতের আঁধারে আগুনে পুড়িয়ে দেওয়া হয় গৃহবধূকে, স্বামী মিজানুর রহমানের বিরুদ্ধে হত্যার অভিযোগ
গাজীপুরের শ্রীপুরে দ্বিতীয় স্ত্রীকে তালাবদ্ধ ঘরে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে মিজানুর রহমান (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (২ আগস্ট) রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত মারুফা আক্তার (৪৫) ওই এলাকার বাসিন্দা ও পোশাক শ্রমিক ছিলেন।
নিহতের ছোট বোন নাজমা আক্তার জানান, রাত আড়াইটার দিকে আশপাশের মানুষ ‘আগুন আগুন’ বলে চিৎকার করতে থাকে। গিয়ে দেখা যায় বাসার মূল ফটকে তালা। পরে তা ভেঙে ভেতরে ঢুকে দুটি ঘরের দরজাও তালাবদ্ধ দেখতে পান সবাই। ঘরের তালা ভেঙে যখন আগুন নেভানো হয়, ততক্ষণে মারুফা আগুনে ঝলসে মারা যান।
প্রতিবেশীরা জানান, মিজানুর ও মারুফার মধ্যে প্রায়ই কলহ চলত। একাধিক সালিশ বৈঠক হলেও তা সমাধান হয়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, স্ত্রীর মৃত্যু নিশ্চিত করে মিজানুর পালিয়ে যান। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করছে। মিজানুর রহমানকে ধরতে অভিযান চলছে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।