অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে ব্যাংক খাতে বড় সংস্কারগুলো করা হবে। তবে গ্রাহকদের টাকা ফেরত দিতেই হবে। বুধবার (২ জুলাই) রাজধানীতে ইআরএফ কার্যালয়ে ‘এসএমই ফাউন্ডেশন-ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক কর্মকর্তারা অনেক সময়ই দেখেশুনে লোন দেন না, এ কারণে অনেক বেশি খেলাপি হয়। তবে ছোটরা ঋণ খেলাপি হয় না।
বাজেটের আকার কিছুটা ছোট করার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, অর্থের অপচয় হতে দেবে না অন্তর্বর্তী সরকার। দাতাদের ঋণও ছাড় হচ্ছে। তিনি জানান, এনবিআরের বিষয়টি আইএমএফকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়ন শুধু মুখের কথায় হবে না, এসএমই খাত এতে বিরাট ভূমিকা পালন করছে। তবে ডেটাবেজ সঠিক করার তাগিদ দেন অর্থ উপদেষ্টা।
ড. সালেহউদ্দিন বলেন, এসএমই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বর্তমান প্রযুক্তির যুগে হাতুড়ি-বাটালের দিন উঠে গেছে। উদ্যোক্তাদেরও এই বিষয়ে গুরুত্ব দিতে হবে। এ সময় বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের এই খাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এসএমই উদ্যোক্তাদের সঠিক তথ্য সংরক্ষণে একটি সমন্বিত ও ডিজিটাল ডেটাবেজ গঠনের ওপর জোর দেন ড. সালেহউদ্দিন। তিনি বলেন, হার্ডকপিতে থাকলে হবে না। সবকিছুই ডিজিটালাইজড করতে হবে। সব ক্ষেত্রেই এখন প্রায়োরিটি ডিজিটাল সিস্টেম হওয়া উচিত।
এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল থেকে মোট ২১ জন রিপোর্টারকে পুরস্কার দিচ্ছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের গুরুত্ব নিয়ে প্রতিবেদন করে ‘এসএমই ফাউন্ডেশন–ইআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন ঢাকা পোস্টের উপপ্রধান প্রতিবেদক শফিকুল ইসলাম।