চট্টগ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে মোহাম্মদ এসকান্দর নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আট বছর আগের এই ঘটনায় আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টায় চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক রায় ঘোষণা করেন।
এ বিষয়ে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি এস ইউ এম নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এসকান্দর বর্তমানে পলাতক। তিনি জামিনে গিয়ে আত্মগোপন করেছেন। রায় ঘোষণার পর আদালত তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ছিপাতলী এলাকার মিনু আক্তারের সঙ্গে রাউজান উপজেলার শাহানগর এলাকার এসকান্দরের বিয়ে হয়। বিয়ের পর থেকেই এসকান্দর যৌতুকের দাবিতে মিনুর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন।
২০১৭ সালের ১ জানুয়ারি যৌতুক নিয়ে বিরোধের একপর্যায়ে মিনুকে শ্বাসরোধে হত্যা করেন এসকান্দর। ওই ঘটনায় মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।