চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আদেশের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন এই রিট আবেদন করেন। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শীর্ষক প্রতিবেদনসহ একাধিক প্রতিবেদন যুক্ত করে রিটটি দায়ের করা হয়।
শুনানিতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।
শুনানিতে রিটের পক্ষে যুক্তি তুলে ধরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারত্ব) মডেলে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলমান। কিন্তু এতে সরকারি বিধি ও পিপিপি নীতিমালা লঙ্ঘিত হয়েছে। জিটুজি (সরকারে-সরকারে) ভিত্তিতে প্রকল্প অনুমোদনের জন্য দুই হাজার কোটি টাকার বিনিয়োগের বাধ্যবাধকতা থাকলেও এখানে অনুমিত বিনিয়োগ দেখানো হয়েছে মাত্র ২০০ কোটি টাকা। এতে স্বচ্ছতা ও প্রতিযোগিতা ব্যাহত হচ্ছে।
রিটকারীদের পক্ষ থেকে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর রাষ্ট্রীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে কোনো ধরনের গোপন চুক্তি বা একক কোম্পানিকে দায়িত্ব দেওয়া জনস্বার্থ পরিপন্থী। এনসিটি পরিচালনায় দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে বলেও দাবি করা হয়।
এদিকে, রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দেওয়ার বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রকল্পের ‘টার্মস অ্যান্ড কন্ডিশন’ নির্ধারিত হয়নি। এমন পরিস্থিতিতে ভবিষ্যতের অনিশ্চিত বিষয়ে রুল জারি হতে পারে না।
শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামী ২৩ জুলাই দিন ধার্য করেন।
রিটে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন সচিব এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে। রিটে উল্লেখ করা হয়েছে, যেকোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে প্রাসঙ্গিক আইন ও নীতিমালার আলোকে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশনা দিতে হবে।