চট্টগ্রামের হাটহাজারীতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ের পর ঘটনাটি মীমাংসার উদ্দেশ্যে ডাকা সালিশ বৈঠকে কিশোরীর বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ফখরুল ইসলাম (৫৮) চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সন্দীপ কলোনির বাসিন্দা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই ১৪ বছর বয়সী ওই ছাত্রী বিদ্যালয় থেকে ফেরার পথে তাকে জোরপূর্বক অপহরণ করে নোয়াখালীর যুবক রিফাত (২২) ও তার সহযোগীরা। এরপর জোর করে বিয়ের রেজিস্টারে স্বাক্ষর নেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে হাটহাজারী থানায় সাধারণ ডায়েরি করার পর পরদিন পুলিশ মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
শুক্রবার রাতে আমতলী সন্দীপ কলোনিতে সালিশ বৈঠকে বসে দুই পক্ষ। একপর্যায়ে উত্তেজনার সৃষ্টি হলে মেয়ের বাবা ফখরুলকে বেধড়ক মারধর করা হয়। ইট ও পাইপ দিয়ে মাথা ও বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর দু’জনকে আটক করেছে পুলিশ। হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক ইমরান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।