বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘মাইনাস টু’ থেকে ‘মাইনাস ফোর’— কোনো প্রক্রিয়াই বাস্তবায়নের সক্ষমতা কারোরই নেই। তার মতে, এসব উদ্যোগ রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে এবং উল্টো প্রধান রাজনৈতিক দলগুলোকে আরও শক্তিশালী করেছে।
সাম্প্রতিক এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, “মাইনাস টু যেখানে শুরু হয়েছিল এবং এখন যেটাকে মাইনাস ফোর পর্যন্ত বলা হচ্ছে— আমি এটাকে সম্পূর্ণ ব্যর্থ প্রকল্প হিসেবে দেখি। এটি বরং রাজনৈতিক দলগুলোকে আরও সংগঠিত করেছে এবং রাজনৈতিক নেতৃত্বের গুরুত্ব আরও সামনে এনেছে।”
তিনি উল্লেখ করেন, এ ধরনের তত্ত্ব দুই দলের নেতাকর্মী, ভোটার ও সমর্থকদের নিজেদের দলের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করেছে। ফলে মাইনাসের যে ধারণা ছিল, তা কোনো পক্ষই বাস্তবায়ন করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “বিএনপির রাজনৈতিক ইতিহাসে ওয়ান-ইলেভেনের প্রভাব সুস্পষ্ট। সে সময় দুটি বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের মাইনাস করার চেষ্টা হয়েছিল। কিন্তু তার ফল উল্টো হয়েছে— আওয়ামী লীগ পরবর্তীতে টানা ১৫ বছর দেশ পরিচালনা করেছে, আর বিএনপি দীর্ঘদিন বিরোধী দলে থেকেও তাদের রাজনৈতিক অবস্থান ধরে রেখেছে এবং শক্তভাবে ফিরে এসেছে।”
তিনি বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের ‘নম্বর টু’ কে— তা কখনোই স্পষ্ট হয়নি। “কখনো জয়ের নাম শোনা যায়, কখনো পুতুল, কখনো ববি— কিন্তু কাউকে নিয়ে নিশ্চিত কোনো তথ্য নেই,” মন্তব্য করেন রুমিন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, “তিনি গুরুতর অসুস্থ হলেও এখনো আছেন। আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে স্পষ্ট করে জানিয়েছেন— তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন।”
তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “আমি বাংলাদেশের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। দ্রুতই দেশে ফিরব।”
রুমিনের মতে, এসব বিবেচনায় ‘মাইনাস টু’ বা ‘মাইনাস ফোর’— কোনোটিই বাস্তবায়নের সক্ষমতা দেশের কারো নেই।
সিএ/এএ


